Tollywood Jodi: বাজতে চলেছে কি বিয়ের সানাই, মলদ্বীপে একান্তে দেব-রুক্মিনী
Dev-Rukmini: মলদ্বীপ ট্রিপে টলিপাড়ার হিট জুটি, ছবি পোস্ট হতেই নয়া জল্পনা ভক্তমহলে, তবে কি এবার বাজতে চলেছে বিয়ের সানাই!
বি-টাউনের পর কি এবার টলি-পাড়ায় বিয়ের সানাই! কোভিড (COVID 19) ঝড় কাটার পর থেকেই একের পর এক বিয়ের সানাই বেজেছে বিটাউনে, সেই ঘোর কাটতে না কাটতেই এবার লাইম লাইটে টলিউডের জুটি দেব-রুক্মিনী (Tollywood Jodi Dev-Rukmini), ঝড়ের গতীতে বর্তমানে ভাইরাল টলিউডের (Tollywood Viral News) এই জুটি। বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই একের পর এক ছবিতে ভালো অভিনয় করে নজর কেড়েছেন রুক্মিনী মৈত্র (Dev-Rukmini), পাশাপাশি জায়গা করে নিয়েছেন বিটাউনেও। তবে লাইম লাইটের পাশাপাশি ভেতর ভেতর প্রেমকাহিনি (Tollywood Love Story) যে বেশ জমে উঠেছিল তা কারুরই অজানা নয়। কাজের পাশাপাশি এই জুটি ঘুরতে যেতেও বেশ পছন্দ করেন। তাই মাঝে মধ্যেই সুযোগ পেলে সোজা বিদেশ ট্রিপ।
View this post on Instagram
কয়েকদিন আগেই অরোলাবোরিয়ালিস ফ্রেমে নজর কেড়েছিলেন, এবার পালা নীল সমুদ্রের কোলে একান্তে সময় কাটানোর। তবে একান্তে নয়, দেব (Actor Dev) ও রুক্মিনীর (Actor Rukmini Maitra) সঙ্গে এই সফরে পা বাড়িয়েছেন রুক্মিনী মৈত্রের মাও। সোশ্যাল মিডিয়ায় ছবি (Social Media Post) পোস্ট হতেই তা এক কথায় ভাইরাল। দেব-রুক্মিনীর ট্রিপ মানেই রঙিন ফ্রেমে উষ্ণ আবেদন। এবার সেই লুকেই ধরা দিলেন দেব-প্রেমিকা। সদ্য এই জুটির ছবি কিসমিস-এর (Bengali Movie Kishmish) কাজ শেষ হয়েছে, তারই শ্যুটিং-এ বেশ কিছুদিন উত্তরবঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা।
তবে এবার সংজ্ঞাটা বেশ কিছুটা আলাদা। কোনও কাজ নয়, কেবলই ছুটির মেজাজে গা ভাসানো। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবি ট্রেন্ডে। বং স্টার দেব-এর পোষ্ট মানেই ক্যাপশন ঘিরে এমনি। এবারও তার ব্যতিক্রম হল না।
View this post on Instagram
পড়ন্ত বিকেলে বা গোধূলির আলো গায়ে মেখে স্নিগ্ধ পোজে রুক্মিনী ঠিক যতটা নজর কাড়া, ততটাই সুমুদ্র সৈকতে বিচ-লুকে ভাইরাল হটস্টার দেব। জুটির এই ছবি একসঙ্গে দেখা মাত্রই ভক্তদের চরম উত্তেজনার ঝলক মিলল কমেন্ট বক্স ঘিরে। প্রথমটায় সম্পর্ককে প্রকাশ্যে আনতে বেশ কিছুটা রাখঢাক করলেও দেবের জন্মদিন উপলক্ষ্যে বারে বারে প্রকাশ্যে পোস্টারে মনের কথা জাহির করে এসেছেন রুক্মিনী। সদ্য মায়ের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী, এবার ওয়াই গ্লাস হাতে নিয়ে মায়ের সঙ্গে পোজ দিতেও পিছু পা হলেন না এই অভিনেত্রী। ভরপুর ছবি নয়, তবে দিন-পিছু একটা দুটো পোস্ট করে ভক্তদের মনে খুশির জোয়ার এনে চলেছেন দেব-রুক্মিনী জুটি। তবে এবার বাড়ছে ভক্তমহলে জল্পনা। তবে কি এবার বিয়ের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়! বিষয়টি নিয়ে কোনও স্পষ্ট উত্তর না থাকলেও এবার এই সুখবরের অপেক্ষাতেই দিন গুণছে ভক্তমহল।
আরও পড়ুন: “যখন মহিলাকেন্দ্রিক ছবি তৈরি হয়, তখন কেন কোনও বড় স্টাররা রাজি হন না?”