AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সু’দিন ফেরাচ্ছেন’, দেবের এ কোন অবতার দেখে চমকে গেলেন ভক্তরা?

Dev: তিলোত্তমার বিচার চেয়ে যখন গোটা বিশ্ব পথে, তখন অভিনেতা তথা সাংসদ দেবও স্থির করেছিলেন এখন বিনোদন নয়। তাঁর সিদ্ধান্তে একশ্রেণির মন খারাপ হয়েছিল ঠিকই, আবার ওপর শ্রেণি তাঁকে কুর্ণিশও জানিয়ে ছিলেন।

'সু'দিন ফেরাচ্ছেন', দেবের এ কোন অবতার দেখে চমকে গেলেন ভক্তরা?
| Updated on: Aug 29, 2024 | 3:05 PM
Share

দেব, বরাবরই বাণিজ্যিক ছবির অভিনেতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন ছবির ধাঁচ, পাল্টেছে তাঁর ছবির চিত্রনাট্য। যদিও বক্স অফিসে ভাটা তাঁর ক্ষেত্রে খুব একটা চোখে পড়ে না। শেষ মুক্তি পাওয়া ছবি প্রধান দর্শক মনে রাতারাতি জায়গা করে নেয়। তবে এবার পালা খাদান-এর। যে ছবি নিয়ে গত কয়েকমাসে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। দেবের প্রথম লুক সামনে আসা মাত্রই ভক্তদের কৌতুহলের পারদ চড়ে। কথা ছিল ১৫ অগস্ট মুক্তি পাবে এই ছবির টিজার। তবে তিলোত্তমার বিচার চেয়ে যখন গোটা বিশ্ব পথে, তখন অভিনেতা তথা সাংসদ দেবও স্থির করেছিলেন এখন বিনোদন নয়। তাঁর সিদ্ধান্তে একশ্রেণির মন খারাপ হয়েছিল ঠিকই, আবার ওপর শ্রেণি তাঁকে কুর্ণিশও জানিয়ে ছিলেন।

তবে খুব একটা ভক্তদের অপেক্ষা করালেন না দেব। ২৮ অগস্ট সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল দেবের আগামী ছবির টিজার। যেখানে দেবকে দেখে চমকে গেলেন সকলে। অ্যাকশন লুকে ঝড় তুললেন ভক্তমনে। ছবির মেকিং-এর যেটুকু ঝলক মিলল, তাতেই সকলে আশায় বুক বাঁধছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় টিজার সামনে এনে দেব লিখলেন, ‘বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে…।’

এই টিজার দেখয়া মাত্রই কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তার ছড়াছড়ি। কেউ লিখলেন, ‘অপেক্ষায় আছি দাদা’, কেউ আবার লিখলেন, ‘বাংলা সিনেমার কমার্শিয়াল সু’দিন ফেরাচ্ছেন দেবদা’, কেউ আবার ছবির নায়িকা ইধিকা পালকে দেখতে না পেয়ে আক্ষেপ করে লিখলেন, ‘দারুন দেবদা। আমাদের প্রিয় ইধিকাকে একবারের জন্যও দেখালে না। মেয়েদের প্রাপ্য সম্মানটা ‘এখানেও’ নেই’। দেবের পাশাপাশি প্রশংসা পেলেন যিশু সেনগুপ্তও।