‘এই টাকা কী হবে?’ ধ্রুব রাঠীর নিশানায় এবার শাহরুখ, কী এমন করলেন বাদশা?
এত বিপুল সম্পদ থেকে শাহরুখ কত সুদ আয় করতে পারেন এবং তাঁর বিলাসবহুল জীবনযাপন কেমন হতে পারে। যেমন প্রাইভেট জেট, বিদেশ ভ্রমণ ও দামী সম্পত্তি। তবে এত সম্পদের পরও কেন শাহরুখ পান মসলার মতো ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন করছেন?

ইউটিউবার ধ্রুব রাঠীর নিশানায় এবার বলিউড সুপারস্টার শাহরুখ খান। বুধবার এক ভিডিয়োতে রাঠী এবার শাহরুখের উপার্জনের এক বড় অংশ ঘিরে প্রশ্ন তুললেন।শাহরুখ এখন বিশ্বের ধনী বিনোদন তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন, যার আনুমানিক সম্পদ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১২,৪০০ কোটি টাকা। ভিডিয়োতে তিনি বলেন, “শাহরুখ খান এখন বিলিয়নিয়ার হয়ে গিয়েছেন। এত অর্থ তাঁর কল্পনা করাও কঠিন।”
রাঠী এও খোলসা করে বোঝানোর চেষ্টা করেন, এত বিপুল সম্পদ থেকে শাহরুখ কত সুদ আয় করতে পারেন এবং তাঁর বিলাসবহুল জীবনযাপন কেমন হতে পারে। যেমন প্রাইভেট জেট, বিদেশ ভ্রমণ ও দামী সম্পত্তি। তবে এত সম্পদের পরও কেন শাহরুখ পান মসলার মতো ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন করছেন?–এই নিয়েই প্রশ্ন তোলেন এবার ধ্রুব।
ধ্রুব বলেন, “আমার প্রশ্ন শাহরুখ খানের কাছে—এই বিপুল অর্থ কি যথেষ্ট নয়? যদি হয়, তবে এমন ক্ষতিকর জিনিসের প্রচার করার কী প্রয়োজন?” রাঠীর দাবি, এসব ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য অভিনেতা প্রায় ১০০–২০০ কোটি টাকা পারিশ্রমিক পান। রাঠী আরও বলেন, “দেশের সবচেয়ে প্রভাবশালী তারকা যদি এই ধরনের ক্ষতিকর পণ্য প্রচার বন্ধ করেন, তাহলে দেশের মানুষের ওপর তার ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি শাহরুখকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ জানান।
এই ভিডিয়ো প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই রাঠীর বক্তব্যের প্রশংসা করে সেলিব্রিটিদের নৈতিক দায়িত্বের প্রসঙ্গ তুলেছেন। অন্যদিকে, শাহরুখের অনুরাগী বলছেন—বিজ্ঞাপন করা তাঁর পেশার অংশ মাত্র, আর প্রশ্ন তোলেন, শাহরুখ এসবের পাশাপাশি বহু সামাজিক উদ্যোগের সঙ্গেও যুক্ত, সেগুলোর খবর রাখেন?
