Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওই জিনিস করতে পারবেন না! ব্র্যাড পিটকেও ফিরিয়ে দেন ঐশ্বর্যা রাই 

শুধুমাত্র বলিউডেই নয়, হলিউডেও নিজের আধিপত্য বিস্তার করেছেন ঐশ্বর্যা রাই বচ্চন। কাজ করেছেন 'ব্রাইড অ্যান্ড প্রেজুডিস', ' মিস্ট্রেস অব স্পাইসেস'সহ বেশ কিছু ছবিতে।

ওই জিনিস করতে পারবেন না! ব্র্যাড পিটকেও ফিরিয়ে দেন ঐশ্বর্যা রাই 
Follow Us:
| Updated on: Nov 15, 2024 | 1:59 PM

শুধুমাত্র বলিউডেই নয়, হলিউডেও নিজের আধিপত্য বিস্তার করেছেন ঐশ্বর্যা রাই বচ্চন। কাজ করেছেন ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘ মিস্ট্রেস অব স্পাইসেস’সহ বেশ কিছু ছবিতে। তবে এই কাজের সংখ্যা আরও বাড়ত যদি না সেদিন চুমু খেতে অস্বীকার করতেন রাই সুন্দরী। ঝুলিতে যুক্ত হতে পারত আরও দুই হিট ছবি। ফিরে যেতে হত না ব্র্যাড পিট, উইল স্মিথের মতো মহাতারকাদের।

২০০০-এর গোড়ার দিকে নায়িকার কাছে অফার যায় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবি। মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল তাঁর ও ব্র্যাড পিটের। তবে সেই অফার ফিরিয়ে দেন ঐশ্বর্যা, শোনা যায় তেমনটাই। কিন্তু কেন? জানা যায়, ছবিতে নাকি ব্র্যাড পিটের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা ছিল তাঁর। ছিল বেশ কয়েকটি লিপলকের সিনও। তবে নায়িকা নাকি সে সবে সাবলীল ছিলেন না। তাই ওই লোভনীয় অফার ফিরিয়ে দিতে পিছপা হননি তিনি। একজন মহিলা স্পাইয়ের চরিত্রে এত চুমু কেন দরকার তা বুঝতে না পেরেই নাকি নিজেকে ওই ছবি থেকে নিজেকে নিজেই বাদ দেন ঐশ্বর্যা। তাঁর পরিবর্তে জায়গা পান কে জানেন? তিনি আর এক সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি।

দাঁড়ান, এখানেই শেষ নয়। উইল স্মিথকে কে না চেনেন? তাঁর বিপরীতেও নায়িকা হওয়ার সুযোগ এসেছিল রাইয়ের কাছে। ছবির নাম ‘হ্যানোক’। ওই ছবি থেকেও নাকি ওই একই কারণে সরে দাঁড়ান ঐশ্বর্যা। এই মুহূর্তে ঐশ্বর্যার ব্যক্তিগত জীবন নিয়ে নানা চর্চা। শোনা যাচ্ছে পরকীয়ার জড়িয়ে পড়েছেন স্বামী অভিষেক। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, মেয়েকে নিয়ে নাকি আলাদা থাকছেন ঐশ্বর্যা রাই বচ্চন।