Amitabh Bachchan Birthday: কলকাতায় শুরু লড়াই, জানেন অমিতাভের প্রথম মাইনে কত ছিল?
তিনি নিজেও একটা সময় কলকাতাকে আশ্রয় করে নিয়েছিলেন। সেই দিনগুলো নেহাতই সাদাকালো। মুম্বইয়ের জমকালো জলসা তখন অমিতাভের কাছে অলীক স্বপ্ন। সাল ১৯৬৮, অমিতাভ বচ্চন তখন ক্যামেরার সামনে নয়, কাজ করতেন কলকাতার এক বেসরকারি কম্পানিতে। বেতন মাত্র ১৬৪০ টাকা।

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৫০ বছর পেড়িয়ে আজও রাজত্ব করছেন সিলভার স্ক্রিনে। কেরিয়ারের শুরুটা বেজায় কঠিন হলেও আজ তিনি বলিউডের এক মহীরুহ। ৮ থেকে ৮০-কে পলকে পাল্লা দিতে পারেন তিনি। অ্যাকশন হোক কিংবা ইমোশন, পর্দায় তাঁর উপস্থিতিতে বারবার প্রাণ পেয়েছে একাধিক চরিত্র। জানেন ধরা ছোঁয়ার বাইরে থাকা সেই স্বপ্নের নায়কের জীবনের প্রথম অধ্যায়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শহর কলকাতা।
কলকাতার জামাই তাঁকে অনেকেই বলে থাকেন। জয়াকে বিয়ে করার পর থেকেই তিনি বাংলার আত্মীয়। তবে তিনি নিজেও একটা সময় কলকাতাকে আশ্রয় করে নিয়েছিলেন। সেই দিনগুলো নেহাতই সাদাকালো। মুম্বইয়ের জমকালো জলসা তখন অমিতাভের কাছে অলীক স্বপ্ন। সাল ১৯৬৮, অমিতাভ বচ্চন তখন ক্যামেরার সামনে নয়, কাজ করতেন কলকাতার এক বেসরকারি কম্পানিতে। বেতন মাত্র ১৬৪০ টাকা।
একবার অমিতাভ বচ্চন নিজেই সেই প্রসঙ্গ টেনে ব্লগে লিখেছিলেন, “কলকাতার দিনগুলো ছিল স্বাধীনতা আর মজার মিশেল। আমরা আটজন থাকতাম একটি ১০ বাই ১০ ঘরে। অফিস শেষে বন্ধুদের সঙ্গে সময় কাটাতাম। টাকা না থাকায় নামী জায়গায় ঢুকতে পারতাম না, কিন্তু বাইরে দাঁড়িয়ে স্বপ্ন দেখতাম—একদিন আমরাও ঢুকব।” সেই দিনগুলো বেজায় কঠিন ছিল অমিতাভের কাছে। একটা সময় খিদের জ্বালা কীভাবে মেটাতেন তিনি নিজেই জানিয়ছিলেন। অমিতাভের কথায় কলকাতায় থাকার সময় তিনি খাবারের কষ্ট পেয়েছিলেন খুব। তখন সামান্য কটা টাকা তাঁর হাতে থাকত। জানেন তখন কী খেয়ে দিন কাটাতেন অমিতাভ?
এক ব্যক্তি সেই সময় অমিতাভকে উপদেশ দিয়েছিলেন ভিক্টোরিয়ার সামনে খুব কম টাকায় ফুচকা পাওয়া যায়। তা নাকি খেতেও ভীষণ সুস্বাদু। সেই জন্যই সারাদিন ফুচকা খেয়ে দিন কাটাতেন তিনি। কারণ অমিতাভ মনে করতেন খুব কম টাকায় ভাল খাবার, পেটও ভরে যেত বলেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিগ বি।
একবার স্মৃতির পাতায় ডুব দিয়ে তিনি জানিয়েছিলেন, সেই সময় মন ভাল কখনও-কখনও গেটকিপারদেরও বলে রাখতেন—“কোনওদিন সময় ভাল হলে তোমাদের দেখব।” যদিও তা কখনও হয়নি, তবুও সেই দিনগুলো ছিল অমূল্য। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা তাঁকে বলিউডে জায়গা করে দেয়। বর্তমানে যখন একই শহরে শুটিং করেন, তখন পুরনো সেই জায়গাগুলিতে আবার ফিরে যাওয়ার চেষ্টা করেন, স্মৃতি খুঁজে বেড়ান অতীতের সেই ‘স্বাধীন’ দিনগুলোকে।
কলকাতা প্রসঙ্গে অমিতাভ বলেন, “সময় বদলেছে, শহরও বদলেছে, কিন্তু স্মৃতি আর ভালবাসা থেকে যায় চিরকাল।”
