AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৬ বছর পর দেশে পিটবুলের কনসার্ট, জানেন টিকিটের মূল্য কত?

এই পারফরম্যান্সের পর ১১ ডিসেম্বর পিটবুল পারফর্ম করবেন বাহরাইনের বিখ্যাত Bayan Al Dana Amphitheatre–এ। দীর্ঘ প্রতীক্ষার পর পিটবুলের ভারতে ফেরা নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভারতীয় অনুরাগীরা। মঞ্চে ‘Mr. Worldwide’-এর এনার্জি, নাচ আর বিটে আবারও কাঁপবে দেশের কনসার্টের মঞ্চ।

৬ বছর পর দেশে পিটবুলের কনসার্ট, জানেন টিকিটের মূল্য কত?
| Edited By: | Updated on: Oct 26, 2025 | 4:38 PM
Share

আবার ভারতে পা রাখতে চলেছেন বিশ্বখ্যাত আমেরিকান র‌্যাপার ও গায়ক পিটবুল, অর্থাৎ আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ। দীর্ঘ ছয় বছর পর ভারতীয় অনুরাগীদের সামনে লাইভ পারফর্ম করবেন তিনি। তাঁর জনপ্রিয় গান “Timber,” “Hotel Room Service,” এবং “No Lo Trates”-এর সুরে আবারও মাতবে ভারত।

২০১১, ২০১৭ ও ২০১৯ সালে ভারতে এসেছিলেন পিটবুল। দেশজুড়ে তাঁর পারফরম্যান্সে তখন মুগ্ধ হয়েছিল শ্রোতারা। এবার অপেক্ষার অবসান। তাঁর এই ট্যুরের নাম রাখা হয়েছে—“Pitbull: I’m Back.” এই ট্যুরে ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে প্রথম কনসার্ট করবেন পিটবুল। এরপর ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় শো, হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে। ইভেন্ট প্ল্যাটফর্ম BookMyShow-এর মাধ্যমে ও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর ঘোষণা করেছে। প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি ও ইভেন্টের তারিখ উল্লেখ করা হয়েছে। ক্যাপশনে লেখা, “Mr. Worldwide is jumping to India with his tour ‘Pitbull: I’m Back’!”

টিকিট বিক্রি শুরু হয়েছে এই শনিবার দুপুর ১২টা থেকে। ন্যূনতম টিকিটের দাম ২০০০ টাকা, ভিআইপি টিকিটের দাম শুরু ৫০০০ থেকে, আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ২৪,৯৫০ টাকা ধার্য করা হয়েছে।

এই পারফরম্যান্সের পর ১১ ডিসেম্বর পিটবুল পারফর্ম করবেন বাহরাইনের বিখ্যাত Bayan Al Dana Amphitheatre–এ। দীর্ঘ প্রতীক্ষার পর পিটবুলের ভারতে ফেরা নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভারতীয় অনুরাগীরা। মঞ্চে ‘Mr. Worldwide’-এর এনার্জি, নাচ আর বিটে আবারও কাঁপবে দেশের কনসার্টের মঞ্চ।