AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভ নয়, বলিউডের এই অভিনেতাকে মন দিয়েছিলেন জয়া, জানতেন নায়কও

ধর্মেন্দ্র বিয়ে করেছিলেন প্রকাশ কৌরকে। দুই পুত্র সানি দেওল এবং ববি দেওলের জন্মের অনেক পর বলি-অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। প্রথম স্ত্রী বর্তমান থাকতে হেমাকে বিয়ে করা সম্ভব হত না ধর্মেন্দ্রর। হিন্দু ধর্মে ব্যক্তির বহু বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ এবং নিষিদ্ধ।

অমিতাভ নয়, বলিউডের এই অভিনেতাকে মন দিয়েছিলেন জয়া, জানতেন নায়কও
| Edited By: | Updated on: Sep 24, 2025 | 7:30 PM
Share

‘শোলে’ ছবিতে তাঁর স্বামী এবং ধর্মেন্দ্র একসঙ্গে অভিনয় করতেন। সেই ধর্মেন্দ্রর উপর নাকি বিরাট ক্রাশ ছিল বলিউডের বাঙালি অভিনেত্রী জয়া বচ্চনের। ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র-জয়া। এবং সেই ছবির প্রচারের সময়ই এই গোপন সত্যি সামনে এনেছিলেন জয়া।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রচারে ছবির পরিচালক করণ জোহরের জনপ্রিয় এবং বিতর্কিত টক শো ‘কফি উইথ করণ’-এ আমন্ত্রিত অতিথি হয়ে হাজির হয়েছিলেন জয়া। সেই শো-এ গিয়েই ধর্মেন্দ্রর প্রতি তাঁর গোপন ভালবাসার কথা অকপট ব্যক্ত করেছিলেন জয়া। বলেছিলেন, “আমি ধর্মেন্দ্রকে ভীষণই ভালবাসতাম একটা সময়। তিনি আমার ক্রাশ ছিলেন। আমার সঙ্গে যখন তাঁর প্রথম আলাপ করানো হয়, এরকমই একটি লম্বা সোফায় বসেছিলাম আমি। ধর্মেন্দ্রকে দেখে আমার এত্ত নার্ভাস লেগেছিল যে আমি সেই সোফার পিছনে লুকিয়ে পড়েছিলাম, জানেন। বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। কী দারুণ দেখতে ছিল ধর্মেন্দ্রকে। এখনও আমার মনে আছে, তিনি একটি সাদা রঙের ট্রাউজ়ার পরে এসেছিলেন। সাদা শার্টও পরেছিলেন তিনি। গ্রিক গডের মতো দেখতে লাগছিল তাঁকে।”

জয়া বচ্চন অভিনীত কালজয়ী ছবি ‘গুড্ডি’তে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছিলেন জয়া। ১৯৭১ সালে মুক্তি পেয়েছিল ‘গুড্ডি’। তখন ধর্মেন্দ্রর উপর দারুণ ক্রাশ ছিল জয়ার। এই বিষয়টি ধর্মেন্দ্রও জানেন। Zoom TV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন, “এটা জয়া বচ্চনের আমার প্রতি ভালবাসা এবং সম্মান। জয়া এবং অমিতাভকে তো আজকে থেকে আমি চিনি না। কয়েক যুগ কেটে গিয়েছে। আমার আজও মনে আছে ‘শোলে’ ছবির সময় আমরা কত্ত মজা করেছিলাম।”

ধর্মেন্দ্র বিয়ে করেছিলেন প্রকাশ কৌরকে। দুই পুত্র সানি দেওল এবং ববি দেওলের জন্মের অনেক পর বলি-অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। প্রথম স্ত্রী বর্তমান থাকতে হেমাকে বিয়ে করা সম্ভব হত না ধর্মেন্দ্রর। হিন্দু ধর্মে ব্যক্তির বহু বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ এবং নিষিদ্ধ। তাই হেমাকে বিয়ে করার আগে ধর্মেন্দ্র পাল্টে ফেলেছিলেন তাঁর ধর্মটাই। সেই বিয়ে থেকে জন্ম হয় ধর্মেন্দ্রর দুই কন্যার-এষা এবং অহনার। অন্যদিকে অমিতাভ বচ্চনকে বিয়ে করে প্রায় ৫০টি বছর তাঁর সঙ্গে সংসার করছেন জয়া। তাঁদের দুই সন্তান অমিতাভ এবং শ্বেতা নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন অনেক আগেই।