দাউদের প্রস্তাব ফিরিয়েছিলেন রূপা! জানেন ঠিক কী ঘটেছিল?
বরাবর নিজের সিদ্ধান্তে থেকেছেন অটুট। তাই দাউদের প্রস্তাব ফেরাতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি তিনি। সম্প্রতি এক পডকাস্টে এসে সেই বিষয় মুখ খুললেন রূপা গঙ্গোপাধ্যায়।

রূপা গঙ্গোপাধ্যায়, বরাবরই ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। পেয়েছেন বহু প্রস্তাব, বহু নামী-দামি চরিত্র তাঁর ঝুলিতে। আবার ফিরিয়েছেনও প্রচুর। যা পছন্দ হয়নি, যে প্রস্তাবের সঙ্গে তিনি সহমত হতে পারেননি, সেই অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিতে দু’বার ভাবেননি তিনি। বরাবর নিজের সিদ্ধান্তে থেকেছেন অটুট। তাই দাউদের প্রস্তাব ফেরাতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি তিনি। সম্প্রতি এক পডকাস্টে এসে সেই বিষয় মুখ খুললেন রূপা গঙ্গোপাধ্যায়।
‘সঙ্গে সঙ্গীতা’ পডকাস্টে এসে জীবনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে অনেক মতামতই পোষণ করতে দেখা যায় তাঁকে। লড়াইটা মোটেও সহজ ছিল না তাঁর জন্যে। সিনেমা জগতে টিকে থাকার লড়াই, সৎ পথে কাজ করে যাওয়ার লড়াই, পাশাপাশি নিজেকে ধরে রাখার লড়াইটা তিনি বরাবর লড়তে পছন্দ করেন। তাই দাউদের প্রস্তাব ফেরাতেও বিন্দুমাত্র ভাবেননি তিনি।
নিজেই বললেন, “আমি তো দাউদের লোককেও ফেস করেছি। ল্যান্ড লাইনে ফোন করেছিল। দুবাই যাওয়ার জন্যে প্ল্যান হয়েছিল। সে আমাকে বলল– ‘আমি আপনার ভাইজান’। বললাম– ‘আচ্ছা ভাইয়া’। দুবাইয়ের অনুষ্ঠান, বললাম– ‘যাব না’। কারণ আমি জানতাম, দুবাইতে অদ্ভুত-অদ্ভুত অনুষ্ঠান করেন সকলে। যেহেতু বম্বেতে অনেকবছর থেকেছি, সেই সম্পর্কে আমার একটা ধারণা ছিল। দুবাই নিয়ে যায়, সিঙ্গাপুরে নিয়ে যায়, এগুলো উল্টোপাল্টা অনুষ্ঠান। সেই জন্যে আমি কোনওদিন দুবাই যাইনি। এবার ধরো তুমি একটা উপহার নিলে না, দামি কেন, কোনও সাধারণ উপহারও নিলে না। যে মুহূর্তে কোথাও থেকে তুমি কিছু নেবে না, এই ধরো একটু ফুল ছাড়া, একটু চকোলেট ছাড়া, তখন তোমাকে কেউ পাকে ফেলতে পারবে না।”





