নিকের থেকে ১০ বছরের বড় প্রিয়াঙ্কা, জানেন কার সম্পত্তির পরিমাণ বেশি?
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা শিগগিরই ভারতে ফিরছেন নতুন সিনেমার কাজ নিয়ে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজকের সঙ্গে দেখাও করেছেন। অনুরাগীরা তাই অপেক্ষায়, কবে আবার বড় পর্দায় ফিরবেন ‘দেশি গার্ল’। একাধিক প্রজেক্টে তাঁকে নেওয়াও হয়েছে বলে খবর।

বলিউড থেকে হলিউড—দুই জগতেই আলোচিত জুটি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রেম, বিয়ে থেকে শুরু করে তাঁদের বয়সের ফারাক ও উপার্জন—সব কিছুই বারবার উঠে আসেছে আলোচনার কেন্দ্রে। প্রায় সকলেই জানেন, প্রিয়াঙ্কা তাঁর স্বামী নিকের চেয়ে প্রায় ১০ বছর বড়। তবে এই বয়সের ব্যবধান কোনওদিনই তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
প্রিয়াঙ্কা ও নিকের পরিচয় হয় ২০১৬। টুইটারে নিক প্রথম প্রিয়াঙ্কাকে মেসেজ করেছিলেন। এরপর ফোন নম্বর আদান-প্রদান। ২০১৭ সালের অস্কারের ভ্যানিটি ফেয়ার পার্টিতে প্রথম দেখা। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেম, আর ২০১৮ সালে রাজকীয়ভাবে বিয়ে করেন এই জুটি।
তবে জানেন কি, বিয়ের পর যৌথভাবে জুটির সম্পত্তির পরিমাণ কত দাঁড়িয়েছে? জানা গিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে প্রায় ৬৯০ কোটি টাকার মালিক। অন্যদিকে, নিক জোনাসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৮২ কোটি টাকা। অর্থাৎ, এই জুটির মধ্যে প্রিয়াঙ্কার আয় ও সম্পত্তি নিকের থেকেও বেশি। প্রিয়াঙ্কা একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখও বটে। পাশাপাশি চলচ্চিত্র, প্রোডাকশন ও ইভেন্ট থেকেও বিপুল আয় করে থাকেন। যদিও তাঁর নিউ ইয়র্কের রেস্তোরাঁ ‘সোনা’ বিক্রি হয়ে গিয়েছে, তাই বলে তাঁর কেরিয়ারে কোনও মন্দা নেই।
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা শিগগিরই ভারতে ফিরছেন নতুন সিনেমার কাজ নিয়ে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজকের সঙ্গে দেখাও করেছেন। অনুরাগীরা তাই অপেক্ষায়, কবে আবার বড় পর্দায় ফিরবেন ‘দেশি গার্ল’। একাধিক প্রজেক্টে তাঁকে নেওয়াও হয়েছে বলে খবর। তবে শুট কবে শুরু হচ্ছে, সেই বিষয় এখনই কোনও তথ্য সামনে আনেনি প্রিয়াঙ্কা।
