সইফ নয়, প্রিয়দর্শনের থ্রিলার ছবির জন্য পছন্দ ছিল কিংবদন্তি এই অভিনেতা! কী ঘটেছিল?
এরপরই ছবির জন্য সইফ আলি খানের নাম উঠে আসে। প্রিয়দর্শনের মতে, সইফ চ্যালেঞ্জিং চরিত্র নিতে ভয় পান না। বিশেষ করে এই ছবিতে সইফ যে ধরনের চরিত্রে অভিনয় করছেন, সেখানে সংবেদনশীলতা আর মানসিক দৃঢ়তা দুটোই প্রয়োজন। সইফ সেই ভারসাম্যটা ভালোভাবেই রাখতে বজায় পারবেন বলে বিশ্বাস পরিচালকের।

বলিউডে নতুন ছবি আসার খবরের সঙ্গে আসে ছবির পেছনের নানা অজানা গল্প । ঠিক তেমনই একটি চমকপ্রদ তথ্য উঠে এল পরিচালক প্রিয়দর্শনের আসন্ন ছবি ‘হয়বান’ ঘিরে। অ্যাকশন-হরর থ্রিলার এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। তবে এই চরিত্রের জন্য সইফকে নয় বরং অন্য অভিনেতার কথা ভেবেছিলেন পরিচালক। ঠিক কী ঘটেছিল অভিনেতা বাছাইয়ের সময়? নিজেই জানালেন পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন নিজেই জানিয়েছেন, ‘হয়বান’-এর কেন্দ্রীয় চরিত্রে সইফ আলি খান তাঁর প্রথম পছন্দ ছিলেন না। বরং এই চরিত্রের জন্য তিনি ভেবেছিলেন বলিউডের একেবারে প্রথম সারির কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কথা। প্রিয়দর্শনের কথায়, চরিত্রটির মধ্যে যে গভীরতা, আর অভিজ্ঞতার দরকার ছিল, তা অমিতাভ বচ্চনের মধ্য়েই তিনি সবচেয়ে বেশি দেখতে পেয়েছিলেন।
তবে নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরিচালক জানিয়েছেন, ওই অমিতাভ আগেও প্রায় একই ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ফলে একই ছাঁচের চরিত্র আবার করলে একঘেয়েমি আসতে পারে। এই ভাবনা থেকেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান প্রিয়দর্শন।
এরপরই ছবির জন্য সইফ আলি খানের নাম উঠে আসে। প্রিয়দর্শনের মতে, সইফ চ্যালেঞ্জিং চরিত্র নিতে ভয় পান না। বিশেষ করে এই ছবিতে সইফ যে ধরনের চরিত্রে অভিনয় করছেন, সেখানে সংবেদনশীলতা আর মানসিক দৃঢ়তা দুটোই প্রয়োজন। সইফ সেই ভারসাম্যটা ভালোভাবেই রাখতে বজায় পারবেন বলে বিশ্বাস পরিচালকের।
উল্লেখ্য, ‘হয়বান’ আসলে প্রিয়দর্শনেরই ২০১৬ সালের মালায়লাম হিট সিনেমা ‘ওপ্পাম’ এর হিন্দি রিমেক। মূল ছবিটি দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছিল। তাই হিন্দি সংস্করণ নিয়েও প্রত্যাশা তুঙ্গে। প্রায় ১৭ বছর পর আবার এই ছবিতে একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার আর সইফ আলি খানকে।
