ধর্ষণের অভিযোগে গ্রেফতার মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ছবির পরিচালক
পরিচালক সানোজ মহাকুম্ভের ভাইরালকন্য়া মোনালিসাকে নিয়ে সম্প্রতি ছবি তৈরি করছিলেন। সেই পরিচালকই এবার বিপাকে পড়লেন। সোমবার দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পরিচালক সানোজ।

গ্রেফতার হলেন বলিউড ছবির পরিচালক সানোজ মিশ্র। তাঁর বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। যে সানোজ মহাকুম্ভের ভাইরালকন্য়া মোনালিসাকে নিয়ে সম্প্রতি ছবি তৈরি করছিলেন। সেই পরিচালকই এবার বিপাকে পড়লেন। সোমবার দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পরিচালক সানোজ।
জানা গিয়েছে, বছর আঠাসের এক তরুণীর অভিযোগের উপর ভিত্তি করেই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর অভিযোগ, সোশাল মিডিয়ার হাত ধরেই পরিচয় হয় পরিচালকের সঙ্গে। সিনেমায় অভিনয়ের সুযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুম্বইয়ের ফ্ল্য়াটে দিনের পর দিন ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, মাদক সেবনের জন্য জোরও করা হয় তাঁকে। নগ্ন ছবি ও ভিডিও তুলে ব্ল্য়াকমেলও করা হত তাঁকে। শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৪ ধারায় গ্রেফতার করা হয়েছে পরিচালক সানোজ মিশ্রকে।





