Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং শুরুর আগে ‘খতড়ো কা খিলাড়ি’র প্রতিযোগীরা কী করছেন?

দিব্যাঙ্কা একা নন। একই গানে সহ প্রতিযোগী সানা মকবুলও পারফর্ম করেন। আর গান গেয়েছেন আরও এক প্রতিযোগী আস্থা গিল। সোশ্যাল ওয়ালে নিজেদের মজার মুহূর্তের ভিডিয়ো অনুরাগীদের জন্য শেয়ার করছেন প্রতিযোগীরা।

শুটিং শুরুর আগে ‘খতড়ো কা খিলাড়ি’র প্রতিযোগীরা কী করছেন?
দিব্যাঙ্কা এবং নিক্কি।
Follow Us:
| Updated on: May 12, 2021 | 8:45 PM

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতড়ো কা খিলাড়ি’র শুটিংয়ে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে রয়েছেন প্রতিযোগীরা। গোটা টিম পৌঁছে গিয়েছে গত সপ্তাহে। চলতি সিজনের অন্যতম প্রতিযোগী অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। কেপটাউনের বিচে লাল শাড়িতে সেজে নাচতে দেখা গেল তাঁকে। ব্যাকগ্রাউন্ডে ছিল ‘সূরজ হুয়া মধ্যম’-এর মতো গান।

দিব্যাঙ্কা একা নন। একই গানে সহ প্রতিযোগী সানা মকবুলও পারফর্ম করেন। আর গান গেয়েছেন আরও এক প্রতিযোগী আস্থা গিল। সোশ্যাল ওয়ালে নিজেদের মজার মুহূর্তের ভিডিয়ো অনুরাগীদের জন্য শেয়ার করছেন প্রতিযোগীরা। এই ভিডিয়ো বা ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, শো-এর শুটিং এখনও শুরু হয়নি।

এর আগে আরও এক প্রতিযোগী নিকি তাম্বোলি দক্ষিণ আফ্রিকার শুটিং স্পট থেকে নিজের ছবি শেয়ার করেছিলেন। সব মিলিয়ে এই শো-কে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

শুটিং করতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পরই এক প্রতিযোগী শ্বেতা তিওয়ারির সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী অভিনব কোহলির কলহ প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ উগরে দেন। তাঁদের চার বছরের ছেলে রেয়াংশের দেখভাল নিয়ে সমস্যার সূত্রপাত। শ্বেতা আগেই অভিনবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে বিচ্ছেদ চেয়েছিলেন। সেই অভিযোগের ভিডিয়ো প্রকাশ করেন তিনি। পারিবারিক সমস্যার কারণেই সম্ভবত শ্বেতা এখনও পর্যন্ত শো-এর কোনও মুহূর্তের আপডেট শেয়ার করতে পারেননি।

আরও পড়ুন, কেন নিজের গাওয়া গান চালিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে রোম্যান্সে আপত্তি নিকের?