ভালবেসে রেজাউলকে বিয়ে, কিছু বছর পরেই স্বপ্ন ভাঙে রূপাঞ্জনার
Rupanjana Mitra: এর আগেও বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। সেই বিয়েতে বাড়ি থেকে মত ছিল না কারও। মাত্র ২৩ বছরে আচমকাই বিয়ে করে নিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর প্রথম স্বামী মাত্র ২৩ বছর বয়সে আচমকাই বিয়ে করে ফেলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বাড়ির কারও মত ছিল না এই বিয়েতে। কিন্তু রূপাঞ্জনা নাছোড়বান্দা।

আগামী ১৯ এপ্রিল রাতুল মুখোপাধ্যায়কে বিয়ে করছেন রূপাঞ্জনা মিত্র। পরিবারের প্রিয়জনদের নিয়ে ছোট করেই সারবেন বিয়ের আয়োজন। আপাতত জমিয়ে চলছে আইবুড়ো ভাত খাওয়া। এর আগেও বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। সেই বিয়েতে বাড়ি থেকে মত ছিল না কারও। মাত্র ২৩ বছরে আচমকাই বিয়ে করে নিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর প্রথম স্বামী মাত্র ২৩ বছর বয়সে আচমকাই বিয়ে করে ফেলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বাড়ির কারও মত ছিল না এই বিয়েতে। কিন্তু রূপাঞ্জনা নাছোড়বান্দা।
২০০৭ সালে তিনি বিয়ে করেন রেজাউল হককে। সব কিছু ভালই চলছিল। টেলিগ্রাফলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মাত্র ২৩ বছরে আমার বিয়ে হয়। আমার পরিবারের মত ছিল না এই বিয়েতে। কিন্তু এখন সব ঠিক আছে। আমার স্বামী আমার সমস্ত শক্তির উৎস”। বিয়ের কিছু বছর পর জন্ম হয় তাঁদের ছেলে রিয়ান। তবে এর পর থেকেই স্বামীর সঙ্গে সম্পর্কের ভিৎ ক্রমশ আলগা হতে থাকে তাঁর। একসময় ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন রূপাঞ্জনা। ২০১৭ সালে অফিসিয়ালি বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
View this post on Instagram
এর পরবর্তী সময়ে রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। রাতুল তাঁর থেকে ছয়-সাত বছরের ছোট। যদিও বয়স কখনওই তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। ৬ বছর ধরে সম্পর্কে আছেন তাঁরা। আগামী ১৯ এপ্রিল বিয়ে করছেন রূপাঞ্জনা-রাহুল। রাজারহাটে একটি হোটেল ভাড়া করা হয়েছে এই গ্যান্ড বিয়ের জন্য। পরিবারিক পুরোহিত বিয়েটা দিচ্ছেন। প্রথমে সামাজিক প্রথা মেনেই বিয়ে করবেন রূপাঞ্জনা-রাতুল। রেজিস্ট্রি হবে তারপর কিংবা সেইদিনই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে-করতেই আলাপ রূপাঞ্জনা-রাতুলের। সিরিয়ালে অভিনয় করতেন রাতুল। রূপাঞ্জনার সঙ্গে সেখান থেকেই আলাপ। বন্ধুত্ব। প্রেম। রাতুলের মধ্যে পরিচালক সত্ত্বাকে উজ্জ্বীবিত করেছিলেন রূপাঞ্জনাই। বর্তমানে রাতুল পুরোদস্তুর পরিচালনাতেই মন দিয়েছেন। ‘পালক’, ‘ইকিরমিকির’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি।





