শোভন-সোহিনী থেকে কাঞ্চন-শ্রীময়ী, জানেন তারকা জুটিদের বয়সের পার্থক্য কত?

Tollywood: শোভন-সোহিনী থেকে কাঞ্চন-শ্রীময়ী টলিপাড়ার জুটিদের প্রেমের সাক্ষী থেকেছে তাঁদের অনুরাগীরা। প্রেম কখনও বয়স মানে না। স্টুডিয়োপাড়ার এই জুটিদের দেখলে এই লাইনটা একেবারে প্রযোজ্য বলেই মনে হয়। এই তারকা দম্পতিদের মধ্যে বয়সের ফারাক কত জানেন? শুনলে কিন্তু অবাকও লাগতে পারে।

| Edited By: | Updated on: Oct 25, 2024 | 4:34 PM
শ্রীময়ী চট্টরাজ প্রথম থেকেই বলে এসেছেন কারও কথায় তিনি গুরুত্ব দেন না। স্বামী হিসাবে কাঞ্চন মল্লিককে পেয়ে খুব খুশি তিনি। শ্রীময়ী এবং কাঞ্চনের বয়সের পার্থক্যও বিস্তর। অভিনেত্রীর থেকে প্রায় ২০ বছরের বড় কাঞ্চন। তবে কোনও সমালোচনাই গায়ে লাগে না তাঁদের। আপাতত গুছিয়ে সংসার করতে চান শ্রীময়ী।

শ্রীময়ী চট্টরাজ প্রথম থেকেই বলে এসেছেন কারও কথায় তিনি গুরুত্ব দেন না। স্বামী হিসাবে কাঞ্চন মল্লিককে পেয়ে খুব খুশি তিনি। শ্রীময়ী এবং কাঞ্চনের বয়সের পার্থক্যও বিস্তর। অভিনেত্রীর থেকে প্রায় ২০ বছরের বড় কাঞ্চন। তবে কোনও সমালোচনাই গায়ে লাগে না তাঁদের। আপাতত গুছিয়ে সংসার করতে চান শ্রীময়ী।

1 / 8
এক বছর হল আইনি বিয়ে সেরেছেন স্বর্ণেন্দু সমাদ্দার এবং শ্রুতি দস। সিরিয়ালের সেটেই তাঁদের আলাপ। সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম। শ্রুতির প্রথম সিরিয়াল 'ত্রিনয়নী'। সেই সিরিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। বেশ কিছু বছর প্রেম পর্বের পর আইনি বিয়ে সেরেছেন তাঁরা। তাঁদের বয়সের পার্থক্য নিয়েও অনেক আলোচনা হয়েছে। প্রায় ১৩ বছরের পার্থক্য তাঁদের।

এক বছর হল আইনি বিয়ে সেরেছেন স্বর্ণেন্দু সমাদ্দার এবং শ্রুতি দস। সিরিয়ালের সেটেই তাঁদের আলাপ। সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম। শ্রুতির প্রথম সিরিয়াল 'ত্রিনয়নী'। সেই সিরিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। বেশ কিছু বছর প্রেম পর্বের পর আইনি বিয়ে সেরেছেন তাঁরা। তাঁদের বয়সের পার্থক্য নিয়েও অনেক আলোচনা হয়েছে। প্রায় ১৩ বছরের পার্থক্য তাঁদের।

2 / 8
কিছু মাস হল প্রেমিক রাতুল মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন রূপাঞ্জনা মিত্র। বেশ অনেকগুলো বছর সম্পর্কে ছিলেন তাঁরা। রূপাঞ্জনার ছেলেরও প্রিয় পাত্র রাতুল। একসঙ্গে আনন্দের সংসার। অনেক দিন আগে পাহাড়ের কোলে আংটি বদল সেরেছিলেন। চলতি বছরেই রাতুলের গলায় মালা দিয়েছেন রূপাঞ্জনা। শোনা যায় রাতুলের থেকে বেশ কিছু বছরের বড় অভিনেত্রী।

কিছু মাস হল প্রেমিক রাতুল মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন রূপাঞ্জনা মিত্র। বেশ অনেকগুলো বছর সম্পর্কে ছিলেন তাঁরা। রূপাঞ্জনার ছেলেরও প্রিয় পাত্র রাতুল। একসঙ্গে আনন্দের সংসার। অনেক দিন আগে পাহাড়ের কোলে আংটি বদল সেরেছিলেন। চলতি বছরেই রাতুলের গলায় মালা দিয়েছেন রূপাঞ্জনা। শোনা যায় রাতুলের থেকে বেশ কিছু বছরের বড় অভিনেত্রী।

3 / 8
বিদিপ্তা চক্রবর্তীর দ্বিতীয় স্বামী হলেন বিরসা দাশগুপ্ত। যখন পরিচালককে বিয়ে করেন অভিনেত্রী তখন মেয়ে মেখলা খুবই ছোট। কিন্তু প্রেম কি আর কোনও বাধা মানে। বিরসার পরিবার বা বিদিপ্তার পরিবারও খুশি হয়েছিল এই সম্পর্কে। তবে জানেন কি স্বামী বিরসার থেকে বেশ কয়েক বছরের বড় বিদিপ্তা। তাঁদের দুই মেয়ে।

বিদিপ্তা চক্রবর্তীর দ্বিতীয় স্বামী হলেন বিরসা দাশগুপ্ত। যখন পরিচালককে বিয়ে করেন অভিনেত্রী তখন মেয়ে মেখলা খুবই ছোট। কিন্তু প্রেম কি আর কোনও বাধা মানে। বিরসার পরিবার বা বিদিপ্তার পরিবারও খুশি হয়েছিল এই সম্পর্কে। তবে জানেন কি স্বামী বিরসার থেকে বেশ কয়েক বছরের বড় বিদিপ্তা। তাঁদের দুই মেয়ে।

4 / 8
অভিনেতা জিত্‍ সম্বন্ধ করেই বিয়ে করেন মোহনাকে। তাঁদের দুটি সন্তান। একটি মেয়ে এবং একটি ছেলে। সম্প্রতি এক বছরে পা দিল জিত্‍ এবং মোহনার ছেলে। ধুমধাম করে ছেলের প্রথম বছরের জন্মদিন উদযাপন করেন তাঁরা। এই তারকা দম্পতির মাঝেও অনেক বছরের পার্থক্য। শোনা যায় প্রায় ১০ বছরের পার্থক্য তাঁদের মধ্যে।

অভিনেতা জিত্‍ সম্বন্ধ করেই বিয়ে করেন মোহনাকে। তাঁদের দুটি সন্তান। একটি মেয়ে এবং একটি ছেলে। সম্প্রতি এক বছরে পা দিল জিত্‍ এবং মোহনার ছেলে। ধুমধাম করে ছেলের প্রথম বছরের জন্মদিন উদযাপন করেন তাঁরা। এই তারকা দম্পতির মাঝেও অনেক বছরের পার্থক্য। শোনা যায় প্রায় ১০ বছরের পার্থক্য তাঁদের মধ্যে।

5 / 8
কাউকে না জানিয়েই নিজের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিকে বিয়ে সারেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছিল। শোভনের চেয়ে বয়সে বড় বলে অনেক কটাক্ষ শুনতে হয় সোহিনীকে। তারকা জুটির বয়সের পার্থক্য ৬ বছরের। স্বামীর থেকে বেশ কিছু বছরের বড় অভিনেত্রী।

কাউকে না জানিয়েই নিজের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিকে বিয়ে সারেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছিল। শোভনের চেয়ে বয়সে বড় বলে অনেক কটাক্ষ শুনতে হয় সোহিনীকে। তারকা জুটির বয়সের পার্থক্য ৬ বছরের। স্বামীর থেকে বেশ কিছু বছরের বড় অভিনেত্রী।

6 / 8
দোলন রায় এবং দীপঙ্কর দে-এর প্রেমের কাহিনি নিয়ে কাটাছেঁড়া হয়েছে বিস্তর। ওয়ার্ল্ড ট্যুর করতে গিয়েই তাঁদের দুজনের প্রেম। তবে সে সময় বিবাহিত ছিলেন দীপঙ্কর । এমনকি দুই সন্তানের বাবাও হয়ে গিয়েছিলেন। ফলে তাঁদের প্রেমেও কম বাধা আসেনি। তাঁদের নিয়ে আলোচনার শেষ ছিল না। অনেক দিন লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। দীপঙ্কর-দোলনের বয়সের পার্থক্য নাকি প্রায় ১৭ বছরের। বর্তমানে সুখে সংসার করছেন জুটিতে।

দোলন রায় এবং দীপঙ্কর দে-এর প্রেমের কাহিনি নিয়ে কাটাছেঁড়া হয়েছে বিস্তর। ওয়ার্ল্ড ট্যুর করতে গিয়েই তাঁদের দুজনের প্রেম। তবে সে সময় বিবাহিত ছিলেন দীপঙ্কর । এমনকি দুই সন্তানের বাবাও হয়ে গিয়েছিলেন। ফলে তাঁদের প্রেমেও কম বাধা আসেনি। তাঁদের নিয়ে আলোচনার শেষ ছিল না। অনেক দিন লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। দীপঙ্কর-দোলনের বয়সের পার্থক্য নাকি প্রায় ১৭ বছরের। বর্তমানে সুখে সংসার করছেন জুটিতে।

7 / 8
 টলিপাড়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। শোনা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। ইতিমধ্যেই ফটোগ্রাফারকে বলা হয়ে গিয়েছে। 'যমুনা ঢাকি' সিরিয়ালের সেট থেকে তাঁদের প্রেমের শুরু। শোনা যায় শ্বেতার থেকে রুবেল অল্প কিছু দিনের বড়।

টলিপাড়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। শোনা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। ইতিমধ্যেই ফটোগ্রাফারকে বলা হয়ে গিয়েছে। 'যমুনা ঢাকি' সিরিয়ালের সেট থেকে তাঁদের প্রেমের শুরু। শোনা যায় শ্বেতার থেকে রুবেল অল্প কিছু দিনের বড়।

8 / 8
Follow Us:
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত