প্রথম ছবিতেই ছক্কা! কত পারিশ্রমিক পেয়েছিলেন কার্তিক?
জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তের কথা শেয়ার করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ২০১১ সালে মুক্তি পায় তাঁর প্রথম অভিনীত ছবি ‘পেয়ার কা পাঞ্চনামা’। ছবি মুক্তির পর তাঁর মনে হয়েছিল হাতে মেডেল পেয়েছেন।
জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তের কথা শেয়ার করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ২০১১ সালে মুক্তি পায় তাঁর প্রথম অভিনীত ছবি ‘পেয়ার কা পাঞ্চনামা’। ছবি মুক্তির পর তাঁর মনে হয়েছিল হাতে মেডেল পেয়েছেন। কিন্তু সেই ছবি মুক্তির আগে কার্তিক ধন্দে পড়ে যান। কী ছিল সেই ধন্দ?
কার্তিকের মনে হয়েছিল ছবিটি ভাল ফল করবে না। ছবির সাফল্য নিয়ে প্রশ্ন ছিল কার্তিকের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক বলেছেন, “‘পেয়ার কা পাঞ্চনামা’ ছবিটি করার আগে আমার কাছে আরও অনেক ছবির অফার এসেছিল। কিন্তু সে সব ছবিতে শেষমেশ কাজ করা হয়নি আমার। তাই মনে নানারকম ধন্দ ছিল। পরিবার ছাড়া কেউ জানতেন না আমি একটি ছবির শুটিং করছি। কাউকে জানাতাম না কিছু। ট্রেলার মুক্তির পরই আমি লোকজনকে জানিয়েছিলাম।”
‘পেয়ার কা পাঞ্চনামা’ ছবিতে অভিনয় করার সময় মাত্র ৭০,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কার্তিক। কিন্তু রটেছিল তিনি এক কোটি টাকা পেয়েছেন। এক সাক্ষাৎকারে লোকের ভুল ভাঙিয়েছিলেন কার্তিক। বলেছেন, “৭০,০০০ টাকা পারিশ্রমিক ছিল আমার। ট্যাক্স কাটার পর হাতে পেয়েছিলাম ৬৩,০০০ টাকা।” কেবল তাই নয়, কার্তিক জানিয়েছিলেন, একটি বিজ্ঞাপনের ছবিতে অভিনয় করে দেড় হাজার টাকা পেয়েছিলেন তিনি।