টলিউডে ঘনিষ্ঠতা, বাংলাদেশে গণপিটুনিতে নিহত এই শান্ত খান আসলে কে?

প্রসঙ্গত, শান্তর বাবা সেলিম খান বাংলাদেশে পরিচিত বালুখেকো সেলিম খান হিসেবে। আওয়ামী লিগ সরকারের আমলে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগ উঠেছিল উপর। এই অভিযোগেও ভিত্তিতে জেলেও যেতে হয়েছিল তাঁকে। বছর দুয়েক আগে হাসিনার আওয়ামী লিগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন সেলিম।

টলিউডে ঘনিষ্ঠতা, বাংলাদেশে গণপিটুনিতে নিহত এই শান্ত খান আসলে কে?
গণপিটুনিতে নিহত এই শান্ত খান আসলে কে?
Follow Us:
| Updated on: Aug 06, 2024 | 10:42 PM

অশান্ত বাংলাদেশ। মৃত্যু হয়েছে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান। গতকাল অর্থাৎ সোমবার রাত্রেই সেই খবর সামনে এসেছে। জানেন এই শান্ত খান আসলে কে? টলিউডের সঙ্গেও রয়েছে তাঁর ঘনিষ্ঠতা। শুধু তাঁর নয়, বাবা সেলিম খানের সঙ্গে টলিউডের অনেকেরই ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জেনে নেওয়া যাক শান্ত ও টলিউডের মধ্যেকার সম্পর্কের বিবরণ।

শান্ত বাংলাদেশি চলচ্চিত্রে ডেবিউ করেন ২০১৯ সালে। উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় অভিনেতার। তাঁর বাবা সেলিম খান যিনি নিজেও গণপিটুনিতে নিহত হয়েছেন তিনি ছিলেন বাংলাদেশের বিখ্যাত প্রযোজনা সংস্থা শাপলার মালিক। বাবার আহত ধরেই সিনেমা পাড়ায় অভিষেক হয়েছিল শান্তর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’–তে বঙ্গবন্ধুর চরিত্রেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। কাজ করেছেন টলিপাড়ার সুন্দরীদের সঙ্গে। এক অসমবয়সী প্রেমকাহিনী নিয়ে নির্মিত ছবি ‘বিক্ষোভ’এও দেখা গিয়েছে তাঁকে। ওই ছবিতে তাঁর বিপরীতে কাজ করতে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন তিনি। সেই ছবিও যদিও এখনও মুক্তি পায়নি। ছবির নাম ‘প্রিয়া রে’। শান্তর এই অকালপ্রয়াণে হতবাক কৌশানীও।

প্রসঙ্গত, শান্তর বাবা সেলিম খান বাংলাদেশে পরিচিত বালুখেকো সেলিম খান হিসেবে। আওয়ামী লিগ সরকারের আমলে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগ উঠেছিল উপর। এই অভিযোগেও ভিত্তিতে জেলেও যেতে হয়েছিল তাঁকে। বছর দুয়েক আগে হাসিনার আওয়ামী লিগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন সেলিম। টলিউডের বহু ছবির প্রযোজক ছিলেন সেলিম খান। দেবের ‘কম্যান্ডো’ ছবির প্রযোজক ছিলেন তিনি। যদিও মাঝপথে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়।