আইনি বিপাকে সোনু সুদ ও উর্বশী রাউতেলা! হঠাৎ কী করলেন বলিউডের দুই তারকা?
এই নিয়ে সোনু বা উর্বশীর কিংবা তাঁদের পিআর টিমের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চে এই একই অভিযোগে হায়দরাবাদে ২৫ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

আচমকাই আইনি বিপাকে জড়ালেন সোনু সুদ ও উর্বশী রাউতেলা। খবর অনুযায়ী, ইডির কাছ থেকে ডাক পেয়েছেন এই দুই তারকা। বেআইনি বেটিং অ্যাপের প্রচার করার অভিযোগেই ইডির সমন পেয়েছেন সোনু ও উর্বশী।
জানা গিয়েছে, বেআইনি ব্যাটিং অ্য়াপ নিয়ে জানতেই ইডি জিজ্ঞাসাবাদ করতেই সোনু ও উর্বশীকে ডাকা হয়েছে।
তবে এই নিয়ে সোনু বা উর্বশীর কিংবা তাঁদের পিআর টিমের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চে এই একই অভিযোগে হায়দরাবাদে ২৫ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতী, প্রকাশ রাজের মতো তারকারা।
জানা গিয়েছে, এই তারকারা নাকি বেটিং অ্যাপগুলির প্রচার করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন। এই অ্যাপের জেরে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আর্থিক ক্ষতি হয়েছিল বলেও দাবি করা হয়েছিল অভিযোগে। এই অভিযোগের উপর ভিত্তি করেই ইডি জিজ্ঞাসাবাদ করছে সোনু ও উর্বশীকে।
View this post on Instagram
