Kartik Aaryan-Kriti Sanon:  বলিউডের বাতাসে নতুন প্রেম গুঞ্জন, কার্তিক আর কৃতি কি প্রেম করছেন?

Kartik Aaryan-Kriti Sanon:  ভুল ভুলাইয়া ২’ ছবি মুক্তির অপেক্ষায়। তার মধ্যেই শুরু হয়েছে ‘শেহজাদা’ ছবির কাজ।

Kartik Aaryan-Kriti Sanon:  বলিউডের বাতাসে নতুন প্রেম গুঞ্জন, কার্তিক আর কৃতি কি প্রেম করছেন?
কার্তিক-কৃতি রসায়ন

| Edited By: Mahuya Dutta

Apr 18, 2022 | 6:21 PM

কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন মরিশাসে। দু’জনে একসঙ্গে নিজেদের তোলা সেলফি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। দিয়েছেন ঘুড়তে যাওয়ার ভিডিয়ো পোস্টও। কোথায় যাচ্ছেন দু’জনে মিলে তা অবশ্য বলেননি তাঁরা। সেই ছবি দ্রুত ভাইরাল হবে বলাই বাহুল্য। কারণ দু’জনের অনুরাগীরাই তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হল না। অনুরাগীদের মন্তব্যের পর মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। দু’জনে মরিশাসে গিয়েছেন তাঁদের নতুন ছবি ‘শেহজাদা’ ছবির শুটিংয়ে। শুটিং শেষের পর তাঁরা মুম্বইতে ফিরে একসঙ্গে বেড়াতে যাওয়ার ভিডিয়ো পোস্ট করেছেন। আর মরিশাসে তুলেছেন সেলফি। এই সব দেখেই অনুরাগীদের মনে আবার আশার জেগেছে। কী সেই আশা?

আসলে এর আগে যখন কার্তিক আর কৃতি একসঙ্গে ‘লুকা ছুপি’ ছবিতে কাজ করছিলেন, ঘটনাটা সেই সময়ের। দু’জনের অনস্ক্রিন রসায়ন দেখে তাঁদের অনুরাগীরা খুব খুশি ছিলেন। তাঁদের নামও দেন অনুরাগীরা ‘কারিটি’। সকলে ধরেই নিয়েছিলেন দু’জনের মধ্যে প্রেম রয়েছে। কিন্তু তারপর জল গড়ায় অন্যদিকে। করণ জোহরের টক শো-তে এসে সইফ আলি কন্যা সারা আলি খান তাঁর কার্তিককে পছন্দের কথা জানান। এরপর কার্তিকের সঙ্গে রণবীর সিং আলাপ করান সারার। ইমতিয়াজ আলি তাঁদের জুটিকে নিয়ে ‘লাভ আজ কাল ২’ ছবি করলেন। সেই সঙ্গে বি-টাউনে কার্তিক-সারা প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। চাপা পড়ে যায় ‘কারিটি’ প্রসঙ্গ।

সারা-কার্তিক প্রেমের গুঞ্জন ছবি মুক্তির পর শেষ হয়ে যায়। এর মধ্যে কার্তিক মুম্বইয়ের বাইরের বলে ছবি থেকে সরিয়ে দেওযা হয়। এখন অবশ্য সব অতীত। তিনি একের পর এক ছবি করছেন। ‘ভুল ভুলাইয়া ২’ ছবি মুক্তির অপেক্ষায়। তার মধ্যেই শুরু হয়েছে ‘শেহজাদা’ ছবির কাজ। তাঁদের রসায়ন নিয়ে আবার জল্পনা শুরু। অবশ্য ঘি-তে আগুন লাগানোর কাজটা শুরু করেছেন কার্তিক-কৃতি-ই। কার্তিক সেলফির নিচে ক্যাপশন দিয়েছেন, ‘দেখুন এই মিষ্টি মেয়েকে’।

 

আর তাই দেখে অনুরাগীরা বলতে শুরু করেছেন, ‘আপনাদের একসঙ্গে দেখতে খুব ভাল লাগে’। কেউ বলেছেন, ‘যদি আপনারা ডেট করেন, তাতেও আমরা খুশি হব’। তাঁদের ভিডিয়ো পোস্টে দেখা যায় বিনা জ্যাকেটে ছিলেন কার্তিক। কৃতি ভিডিয়ো করছেন দেখে তিনি জ্যাকেট পরে নিচ্ছেন। সেই দেখে কৃতি বলেন, ‘জ্যাকেট ছাড়াও কার্তিককে ভাল দেখায়’। তাঁর এই মন্তব্যেও একজন বলেন, ‘শ্যানন ঠিক বলেছেন, কার্তিককে জ্যাকেট ছাড়াও খুব ভাল দেখায়’।

 

দু’জনের মধ্যে সত্যি প্রেম আছে কিনা সে তো সময় বলবে, তবে নতুন ছবিতে আবার কার্তিক-কৃতি রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীকুল, তা বোঝাই যাচ্ছে। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মণীষা কৈরালা। রয়েছেন পরেশ রাওয়াল, রণিত রায়, সচিন খেদকর। দুজনের রসায়ন এই বছর ৪ নভেম্বর দেখতে পাবেন দর্শক।

 

আরও পড়ুন –Anushka Sharma-‘Panta Bhat’:  হঠাৎ পান্তা ভাতে মজলেন  অনুষ্কা শর্মা, নিজেই দিলেন সেই ছবি  

আরও পড়ুন –Alia Bhatt-Kangana Ranaut: কঙ্গনার সঙ্গে কোথায় মিল আলিয়ার, কী বলছেন অনুরাগীরা?