Fatima Sana Shaikh: ‘সব কিছু করতে পারবে তো!’ কুপ্রস্তাব ফতিমা সানা শেখকে, কী ঘটেছিল সেদিন?
সেরকমই এক ঘটনার কথা শেয়ার করলেন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। এক সাক্ষাৎকারে ফতিমা স্পষ্টই বললেন, কীভাবে তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছিল।
কাস্টিং কাউচ! বিনোদুনিয়ায় এই শব্দ খুবই প্রাচীন। নানা সময়, নানা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করলেও, আসলে লাভ কিছুই হয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে হামেশাই ঘটে চলেছে কাস্টিং কাউচ! এবার সেরকমই এক ঘটনার কথা শেয়ার করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। এক সাক্ষাৎকারে ফতিমা স্পষ্টই বললেন, কীভাবে তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছিল।
ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফতিমা জানান, দক্ষিণী এক ছবির জন্য কথাবার্তা শুরু হয়েছিল। ছবি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রযোজক আমাকে ডেকে পাঠাল। তাঁর আগে কাস্টিং এজেন্ট আমাকে বলেছিল, সব কিছু করতে পারবে তো! ইঙ্গিতটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। কিন্তু বুঝতে দিইনি তাঁকে। আমি বলেছিলাম, পরিশ্রম করব চরিত্রটাকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য। এজেন্ট কিন্তু একই কথা বলে যাচ্ছিলেন। আমিও না বোঝার ভান করছিলাম। দেখছিলাম কতটা নিচে নামতে পারে লোকটা।
এই খবরটিও পড়ুন
View this post on Instagram
ফতিমা আরও বলেন, এই ধরনের পরিস্থিতির শিকার শুধু দক্ষিণেই নয়, বলিউডেও হয়। অনেক সময়ই আমরা প্রতিবাদ করতে পারি না। চুপ করে থাকতে হয়। অনেক সময়ই বোকার মতো ভান করে এগুলোকে এড়িয়ে যেতে হয়।
দঙ্গল ছবি থেকেই অভিনয়ে কেরিয়ার শুরু করেন ফতিমা। এরপর লুড়ো অজিব দাস্তা, ধক ধক ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আমির খানের সঙ্গে নাম জড়িয়ে প্রেমের গুঞ্জনেও ছিলেন ফতিমা। নিন্দুকরা বলেন, ফতিমার জন্যই নাকি কিরণ রাওয়ের সংসার ভেঙেছে। তবে এখন শোনা যায়, আমির নাকি ফতিমাকেও ছেড়ে দিয়েছেন।