গোবিন্দা নয়, জানেন বলিপাড়ার নায়িকাদেরও আছে লাইসেন্সড বন্দুক?

সকাল সকাল অঘটন। পায়ে গুলি লেগে আহত অভিনেতা গোবিন্দা। সকাল থেকে অভিনেতার অসুস্থতার খবরে তোলপাড় চারিদিক। তবে এটা শুনে অনেকেই অবাক হয়েছেন যে তাঁর কাছে লাইসেন্সড বন্দুক আছে এটা শুনেই। কিন্তু জানেন কি শুধু গোবিন্দা নয় বলিপাড়ার অনেকের কাছেই লাইসেন্সড বন্দুক আছে।

গোবিন্দা নয়, জানেন বলিপাড়ার নায়িকাদেরও আছে লাইসেন্সড বন্দুক?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2024 | 9:43 PM

সকাল সকাল অঘটন। পায়ে গুলি লেগে আহত অভিনেতা গোবিন্দা। সকাল থেকে অভিনেতার অসুস্থতার খবরে তোলপাড় চারিদিক। তবে এটা শুনে অনেকেই অবাক হয়েছেন যে তাঁর কাছে লাইসেন্সড বন্দুক আছে এটা শুনেই। কিন্তু জানেন কি শুধু গোবিন্দা নয় বলিপাড়ার অনেকের কাছেই লাইসেন্সড বন্দুক আছে।

এমনিতে সলমন খান, সঞ্জয় দত্তের নামে মামলা তো রয়েছেই। তেমনই জানেন বলিপাড়ার প্রথম সারির অনেক নায়কদের কাছেই রয়েছে লাইসেন্সড বন্দুক। সেই তালিকায় নায়কদের নাম শুনলে অনেকটাই চমকে যাবেন। ২০২২ সালে মৃত্যুর হুমকি পেয়েছিলেন সলমন। তার পরেই মুম্বই পুলিশ নায়কের নিরাপত্তার জন্য লাইসেন্সড বন্দুক দেন অভিনেতাকে। ২৬/১১ -এ মুম্বই অ্যাটাকের সময় রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। নিজের পরিবার এবং নিজেকে সুরক্ষা করার জন্য রিভলভার বালিশের তলায় নিয়ে শুতেন মেগাস্টার। এ কথা নিজের ব্লগে লিখেছিলেন নায়ক নিজেই।

অভিনেতা সানি দেওলের কাছেও রয়েছে লাইসেন্সড রিভলভার। যা তিনি ‘সিং সাব দ্য গ্রেট’ ছবির শুটিংয়ের সময় ব্যবহার করেছিলেন। অভিনেত্রী পুনম ধিলনের কাছেও রয়েছে বন্দুক। যা তিনি নিজেকে রক্ষা করার জন্য নিজের কাছে রেখে দেন। তবে সব সময় নিজের সঙ্গে রিভলভার রাখেন না অভিনেত্রী। অভিনেতা তথা রাজনীতিক রবি কিষানও নিজের জন্য রাইফেল এবং রিভলভার রেখেছেন। ২০০৫ সালে অভিনেত্রী সোহা আলি খান রাইফেল রেখেছিলেন নিজের কাছে সুরক্ষার জন্য। কিন্তু পরে তাঁর লাইসেন্স ক্যানসেল হয়ে যায়। কারণ নায়িকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিস্ট নরেশ কেডিয়ান। এই তালিকায় রয়েছেন অভিনেতা সঞ্জয় দত্তও। তাঁর কাছেও রয়েছে একে ৫৬। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার পরে তাঁকে লাইসেন্সড রিভলভার দেওয়া হয়।