AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যীশু থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলা, তারকাদের হাতে কালো আংটি, রহস্য জানেন?

বলিউড হোক বা টলিউড, তারকাদের অনেকের হাতেই কালো আংটি। দেখতে খুবই স্মার্ট এই আংটি। যীশু সেনগুপ্তকে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এই আংটি পরতে। আবার নায়ক-নায়িকা অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনের হাতে রয়েছে একই রকম আংটি। তিনটে নাম করলাম বলে ভাববেন না, শুধু তিনজনই এই আংটি পরছেন।

যীশু থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলা, তারকাদের হাতে কালো আংটি, রহস্য জানেন?
| Edited By: | Updated on: Dec 27, 2025 | 6:30 PM
Share

বলিউড হোক বা টলিউড, তারকাদের অনেকের হাতেই কালো আংটি। দেখতে খুবই স্মার্ট এই আংটি। যীশু সেনগুপ্তকে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এই আংটি পরতে। আবার নায়ক-নায়িকা অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনের হাতে রয়েছে একই রকম আংটি। তিনটে নাম করলাম বলে ভাববেন না, শুধু তিনজনই এই আংটি পরছেন। বরং টলিপাড়ার প্রভাবশালী পরিচালক থেকে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী এখন ভরসা রাখছেন এই আংটিতে।

বিষয়টা কী জানতে যোগাযোগ করা হয়েছিল অঙ্কুশের সঙ্গে। অঙ্কুশ খোলসা করলেন, ”হেলথ রিং পরতে বেশ ভালোলাগে। কারণ অনেক তথ্য পাওয়া যায়। একটা জিনিস ডেটার মাধ্যমে দেখলে বেশ ভালোলাগে। ফ্যাট পার্সেন্টেজ দেখি। স্লিপ স্কোর দেখি। ওটা খুব ইন্টারেস্টিং। মানে আমি কতক্ষণ ঘুমোচ্ছি, সেই তথ্য পাওয়া যায়। ঘুমে কতটা মাসল রিকভারি হচ্ছে, কতটা স্ট্রেস চলছে এখন, এই যে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যায়, এটা পাওয়া জরুরি। আমার জীবনযাত্রা কতটা উন্নত হয়েছে, কোথায় কোথায় পরিবর্তন দরকার, এটা যদি একটা ডেটার মাধ্যমে জানতে পারা যায়, তখন আরও মোটিভেশন পাওয়া যায়। সে কারণেই হেলথ রিং ভালোলাগে।”

কেউ এটাকে স্মার্ট রিং বলছেন, কেউ হেলথ রিং বলছেন। বিভিন্ন দামে এই আংটি কিনতে পাওয়া যায়। তারকারা যেসব রিং ব্যবহার করছেন, সেগুলো বেশ দামি। লক্ষণীয়, কালো পোশাক পরলে বা যে কোনও ফ্যাশনেবল পোশাকের সঙ্গেই এই রিং পরলে দেখতে সুন্দর লাগে। তাই বিনোদন দুনিয়ার তারকাদের মধ্যে অতি সহজে জনপ্রিয় হচ্ছে এই রিং।