‘কোয়েলদির উপর ক্রাশ ছিল’, বললেন গৌরব
এবার ত্রয়ী রহস্য সমাধানে পৌঁছে গিয়েছে সোনার কেল্লায়। কিংবদন্তি সত্যজিত্ রায় পরিচালিত 'সোনার কেল্লা' ছবিতে মুকুলের যে বাড়ি দেখা যায়, সেখানে নতুন ছবিটার একটা দৃশ্যের শুটিং করা হয়েছে। কোয়েল নিজেও জানালেন সেই ব্যাপারে উচ্ছ্বসিত তিনি। এই ফ্র্যাঞ্চাইজি বাঙালির পছন্দের। আগের দু'টো ছবিই সফল হয়েছিল। এবারের ছবিটি ত্রয়ীর উপস্থিতিতে বক্স অফিসে ঝড় তোলে কিনা, সেটা দেখার অপেক্ষা।

মুক্তি পেল ‘সোনার কেল্লায় যকের ধন’। সেই ছবির ত্রয়ী পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক আর গৌরব চক্রবর্তী। পরমব্রত আর গৌরব কি কোনওদিন কোয়েলের প্রেমে পড়েননি? এই প্রশ্নটা করা হয়েছিল TV9 বাংলার তরফে। গৌরব বলেন, ‘আমার তো কোয়েলদির উপর ক্রাশ ছিল। কোয়েলদি, স্বস্তিকাদি আর রাইমাদি, তিন নায়িকা দিদি হয়ে গিয়ে মুশকিল হয়েছে।” গৌরবের এই মজার উত্তরটা পাশে বসে উপভোগ করেছেন পরমব্রত। তিনি বলেন, ”অন্য যে দু’টো না বলেছে…”।
আসলে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নায়িকা রাইমা সেনের চিরকালই খুনসুটির সম্পর্ক। তাঁরা বড়পর্দায় জুটি হিসাবেও দারুণ, এমন মনে করেন সিনেমাপ্রেমীদের একাংশ। আর স্বস্তিকা মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে এক সময়ে প্রেমের সম্পর্কে ছিলেন। তাঁরা দু’ জনে বড়পর্দাতেও জুটি বেঁধে কাজ করেছেন।
এরপর কোয়েলের উপস্থিতিতে প্রসঙ্গটা উত্থাপন করা হয় TV9 বাংলার তরফে যে গৌরব স্বীকার করেছেন কোয়েল মল্লিকের উপর তাঁর ক্রাশ ছিল। সে কথা শুনে হাসেন কোয়েল। আসলে নতুন ছবি মুক্তির জন্য তাঁরা একটা বিকেলে প্রচারপর্বে ব্যস্ত ছিলেন। সেখানে গৌরব বলেন, ”আসলে কোয়েলদির অনুরাগী বলেই তাঁর উপর ক্রাশ।”
এবার ত্রয়ী রহস্য সমাধানে পৌঁছে গিয়েছে সোনার কেল্লায়। কিংবদন্তি সত্যজিত্ রায় পরিচালিত ‘সোনার কেল্লা’ ছবিতে মুকুলের যে বাড়ি দেখা যায়, সেখানে নতুন ছবিটার একটা দৃশ্যের শুটিং করা হয়েছে। কোয়েল নিজেও জানালেন সেই ব্যাপারে উচ্ছ্বসিত তিনি। এই ফ্র্যাঞ্চাইজি বাঙালির পছন্দের। আগের দু’টো ছবিই সফল হয়েছিল। এবারের ছবিটি ত্রয়ীর উপস্থিতিতে বক্স অফিসে ঝড় তোলে কিনা, সেটা দেখার অপেক্ষা।
