পাহাড়ে বেড়াতে গেলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, সঙ্গে কে?
হু প্রতীক্ষিত ছুটি কাটাতে পাহাড়ে গিয়েছেন শ্রীমা। অন্তত তাঁর সোশ্যাল মিডিয়া আপডেট তেমনই ইঙ্গিত দিচ্ছে।
এক বছরের কিছুটা বেশি সময় জনপ্রিয় ধারাবাহিক ‘বেদের মেয়ে জোৎস্না’র সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী (Actress) শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। প্রতিদিন তাঁকে টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শক। কিছুদিন আগেই শেষ হয়েছে সে ধারাবাহিকের শুটিং। নতুন কোনও কাজ শুরু করার আগে ছুটি কাটানোর পরিকল্পনার কথা অনুরাগীদের জানিয়েছিলেন শ্রীমা। বহু প্রতীক্ষিত সেই ছুটি কাটাতে পাহাড়ে গিয়েছেন শ্রীমা। অন্তত তাঁর সোশ্যাল মিডিয়া আপডেট তেমনই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সঙ্গে কে?
শ্রীমার সঙ্গে রয়েছেন প্রিয় বান্ধবী অভিনেত্রী গীতশ্রী রায়। দার্জিলিং হয়ে টুমলিংয়ের পথে চলছে তাঁদের ছুটির সফর। কখনও ঠাণ্ডায় বরফের উপর পোজ দিচ্ছেন। কখনও বা ঘর থেকে পাহাড়ের দৃশ্য ফ্রেমবন্দি করছেন অনুরাগীদের জন্য।
View this post on Instagram
‘জামাই রাজা’ ধারাবাহিকের সময় থেকে বন্ধুত্ব শ্রীমা এবং গীতশ্রীর। একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘রাশি’র মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন গীতশ্রী। ‘নিশির ডাক’-এ শেষবার একসঙ্গে কাজ করেছিলেন দুই বন্ধু।
View this post on Instagram
‘বেদের মেয়ে জোৎস্না’ শেষ হওয়ার পর শ্রীমা বলেছিলেন, “ওয়েব সিরিজের কথা হচ্ছে। মেগাতে ঢুকে গেলে এক বছরের আগে ছুটি পাব না। গত এক বছর কিছু করতে পারিনি। এখন বেড়াতে যেতে চাই। নিজেকে টোনড ডাউন করতে চাই। নতুন লুকে ফিরতে চাই।” সেই টোনড ডাউনের কাজ চলছে পুরোদমে।
আরও পড়ুন, বাবার হাতে ক্ল্যাপস্টিক, পরিচালক শ্রীলেখার জার্নি শুরু