AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope 2024: ‘অ্যাডভেঞ্চার পেরিয়ে এবার প্রত্যাশা পূরণ’, ঘরের বায়োস্কোপের উদ্বোধন করে বললেন অমৃতাংশু ভট্টাচার্য

Ghorer Bioscope 2024: এই অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা পরব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে অমৃতাংশু ভট্টাচার্য শুরু করেন তাঁর উদ্বোধনী ভাষণ। বলেন, "টিভি ৯ বাংলা ঘরের বায়োস্কোপের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বেই আমরা প্রচুর সাড়া পেয়েছি।"

Ghorer Bioscope 2024: 'অ্যাডভেঞ্চার পেরিয়ে এবার প্রত্যাশা পূরণ', ঘরের বায়োস্কোপের উদ্বোধন করে বললেন অমৃতাংশু ভট্টাচার্য
অমৃতাংশু ভট্টাচার্য, ম্যানেজিং এডিটর, টিভি ৯ বাংলাImage Credit: Tv9 Bangla
| Updated on: Dec 02, 2024 | 8:21 PM
Share

কলকাতা: অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল টিভি৯ বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। এই নিয়ে দ্বিতীয়বার টেলিদুনিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা শিল্পীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল টিভি৯ বাংলা। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। সেখান থেকেই টিভি ৯ বাংলা ঘরের বায়োস্কোপের সূচনা করলেন টিভি ৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য।

এই অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা পরব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে অমৃতাংশু ভট্টাচার্য শুরু করেন তাঁর উদ্বোধনী ভাষণ। বলেন, “টিভি৯ বাংলা ঘরের বায়োস্কোপের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বেই আমরা প্রচুর সাড়া পেয়েছি। তবে প্রথমবার ছিল অ্যাডভেঞ্চার। আর এই বছর প্রত্যাশা পূরণ করছি আমরা। প্রথমবারও অনেকে প্রশ্ন করেছিলেন একটা নিউজ চ্যানেল কেন টেলিভিশন-ওটিটি নিয়ে মাথা ঘামাতে গেল?” নিজের ছোটবেলার কথা মঞ্চে খানিকটা স্মরণ করে তিনি বলেন, “কিছু একটা উল্টো-পাল্টা করলেই আমার বাবা বলতেন, এটা কি নাট্যশালা? পরবর্তীতে এই ডায়লগটা মনে গেঁথে গিয়েছিল। বাবুমশাই এই দুনিয়া একটা রঙ্গমঞ্চ। আর আমরা সবাই কাঠের পুতুল। এরপর যখন কর্মজীবনে প্রবেশ করি, তখন দেখি আমাদের চারপাশ সত্যি-সত্যিই রঙ্গমঞ্চ। তাতে কুশীলবদের ঘাটতি নেই। আমরা সত্যিই রঙ্গমঞ্চের শিল্পী। আর আমরা যখন নিউজ চ্যানেল হিসাবে বলি মানুষের জীবনকে ছুঁয়ে থাকব। আমাদের ট্যাগলাইনও তাই। মানুষের সাথে-মানুষের পাশে। তো এইভাবে যখন ভাবনা চিন্তা করি তখন তো এই জায়গা ছেড়ে রাখা যায় না।”

অমৃতাংশু ভট্টাচার্য বলেন, “এটা জীবনের অঙ্গ। তাই আমরা এই জায়গার মাধ্যমে মানুষকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, টিভি৯ প্রথম থেকেই অন্যভাবে চিন্তা করে। অন্যভাবেই যখন ভাবি তখন না হয় ব্যতিক্রমী ভাবনা এখানেও রইল। আমরা গতবার ওটিটি-টেলিভিশনকে সম্মানিত করেছি। এবার ওটিটিতে মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তর্ভূক্ত হয়েছে। আশা করব পরিধি আরও বিস্তৃত হবে। এটা ছাড়াও আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের বায়োস্কোপ নিউজ চ্যানেলের পর্দাতেও আসছে। যা বাংলার বিনোদন জগতে তথ্য নিষ্ঠ উপস্থাপনার জায়গা হয়ে দাঁড়াবে। এই সবটাই সম্ভব কারণ আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। এবং সবসময় আমাদের পাশে থেকে সমর্থন করেছেন।”