কলকাতায় বিয়ে করছেন হরমন বাওয়েজা! পাত্রী কে জানেন?
বলি সূত্রে খবর, আগামী ২১ মার্চ বিয়ে করছেন এই জুটি। আর বিয়ের অনুষ্ঠান নাকি হবে কলকাতায়!
অনেক মন খারাপ নিয়ে ২০২০ শেষ হয়েছে। ২০২১-এ নতুন ভাবে শুরু করতে চেয়েছেন প্রায় সকলেই। আক্ষরিক অর্থেই জীবনের নতুন ইনিং শুরু করছেন বহু সেলেব। টলি পাড়ায় যেমন একের পর এক বিয়ে চলছে। একই দৃশ্য বলিউডেও (Bollywood)। বরুণ-নাতাশার পর এবার আরও এক বলি অভিনেতার বিয়ের খবর পাওয়া গেল। বিয়ে করছেন হরমন বাওয়েজা (Harman Baweja)।
২০২০-র ডিসেম্বরে পেশায় নিউট্রিশিয়ান হেলথ কোচ সাশা রামচন্দানির সঙ্গে এনগেজমেন্ট সেরেছিলেন হরমন। অভিনেতার বোন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই খবর দিয়েছিলেন। এবার সামাজিক বিয়ের পালা।
হরমন এবং সাশা।
বলি সূত্রে খবর, আগামী ২১ মার্চ বিয়ে করছেন এই জুটি। আর বিয়ের অনুষ্ঠান নাকি হবে কলকাতায়! শোনা যাচ্ছে, হরমনের বিয়ের অতিথিরা একেবারেই ঘনিষ্ঠ বৃত্তে সীমাবদ্ধ থাকবেন। ৫০ থেকে ৭০ জনের মতো নিমন্ত্রিতের তালিকা নাকি প্রস্তুত হয়েছে। তার মধ্যে অধিকাংশই দুই পরিবারের সদস্য। থাকছেন ঘনিষ্ঠ কিছু বন্ধু। দুই বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
আরও পড়ুন, সাতপাকে বাঁধা পরলেন ত্বরিতা-সৌরভ, দেখুন বিয়ের অ্যালবাম
হরমনের বাবা পেশায় পরিচালক হরি বাওয়েজা এবং মা পেশায় প্রযোজক পম্মি বাওয়েজা। ২০০৮-এ বাবার পরিচালিত ছবি ‘লভ স্টোরি ২০৫০’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন হরমন। ‘ভিকট্রি’, ‘ঢিশক্যাও’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কখনও অভিনেত্রী বিপাশা বসু, কখনও বা প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তবে সে জল্পনা এখন অতীত। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, কলকাতায় বিয়ের পর মুম্বইতে ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করবেন দম্পতি।
আরও পড়ুন, ‘ও আমার মনের বন্ধু’, শ্রাবন্তী নন, তবে কার কথা বললেন রোশন?