মেহেবুবা নেচে ঝড় তুলেছিলেন, সেই হেলেন এখন পিলাটেসে মগ্ন
সলমন খানের বাবা সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হেলেনকে নিয়ে এক সময়ে ঝড় উঠেছিল বলিউডে। 'শোলে' ছবিতে হেলেনের 'মেহেবুবা ও মেহেবুবা' নাচটি আজও চূড়ান্ত চর্চিত। হেলেনের আইটেম ডান্স এমন হতো, যার আদলে পরবর্তীকালে বলিউডে বহু আইটেম ডান্সের দৃশ্য নির্মাণ করা হয়েছে। তাই হেলেন যে বরাবরই ফিট, তা নিয়ে সংশয় নেই।

হেলেন খানের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজেকে ৮৫ বছরের মেয়ে বলে দাবি করেছেন হেলেন। পৌঁছে গিয়েছেন জিমে। সেখানে পিলাটেসে মগ্ন হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। ৮০ বছর বয়সের পর কি আদৌ শরীরচর্চা করা যায়? এমন প্রশ্নের উত্তর নিয়মিত দিচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা। কখনও নায়ক ধর্মেন্দ্র তাঁর ফিট থাকার ফর্মুলা শেয়ার করছেন। এবার সলমন খানের মা হাঁটলেন সেই পথে।
সলমন খানের বাবা সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হেলেনকে নিয়ে এক সময়ে ঝড় উঠেছিল বলিউডে। ‘শোলে’ ছবিতে হেলেনের ‘মেহেবুবা ও মেহেবুবা’ নাচটি আজও চূড়ান্ত চর্চিত। হেলেনের আইটেম ডান্স এমন হতো, যার আদলে পরবর্তীকালে বলিউডে বহু আইটেম ডান্সের দৃশ্য নির্মাণ করা হয়েছে। তাই হেলেন যে বরাবরই ফিট, তা নিয়ে সংশয় নেই।
ভিডিয়োতে দেখা যাচ্ছে হেলেন জিমে গিয়ে সেখানে সকলের সঙ্গে বেশ গল্প জমিয়ে দিয়েছেন। পিলাটেসের পাশাপাশি লাফিয়ে-ঝাঁপিয়ে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে তাঁকে। হেলেনের এমন ভিডিয়ো দেখে সোশ্যাল মিডিয়াতে আবার অনেকে মজার মন্তব্য করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ”কয়েক দিন আগে সলমন খানের একটা ছবি সকলের সামনে এসেছে। সেখানে সলমনকে কেন বৃদ্ধ লাগছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন তো মনে হচ্ছে, সলমন খানের চেয়ে হেলেন খানের বয়স কম!”
লক্ষণীয় খান পরিবার এমনিতেই রয়েছে চর্চায়। সলমন খানের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে বারবার। সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করে ধরা পড়েছেন এক তরুণী। কেন এমন সব কাণ্ড ঘটছে, তা নিয়ে বলিউডে নিত্য চর্চা।
