AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘একেবারেই ক্ষমার অযোগ্য’, ধর্মেন্দ্রর ‘মৃত্যু’র খবর ছড়াতেই বিরক্ত হেমা

অভিনেত্রী আরও বলেন, এমন ভিত্তিহীন খবর শুধু পরিবারের সদস্যদেরই নয়, অসংখ্য অনুরাগীদের মনেও ভয় ও বিভ্রান্তি তৈরি করছে। তিনি সকলকে অনুরোধ করেছেন, যাচাই না করে কোনও খবর যেন কেউ শেয়ার না করেন। জানা গিয়েছে, সম্প্রতি ধর্মেন্দ্রকে শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

'একেবারেই ক্ষমার অযোগ্য', ধর্মেন্দ্রর 'মৃত্যু'র খবর ছড়াতেই বিরক্ত হেমা
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 10:21 AM
Share

গত ১২ ঘণ্টায় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের খবর বারে বারে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। সোমবার সন্ধ্যার পর থেকে হাসপাতালে অভিনেতাকে দেখতে তারকাদের বাড়তে থাকা ভিড় ক্রমেই উদ্বেগ বাড়িয়ে তোলে অনুরাগীদের মধ্যে। তবে বারে বারে এই ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিরক্ত গোটা পরিবার। তবে মঙ্গলবার সকাল থেকেই ধৈর্যের বাঁধ ভাঙে হেমার। ধর্মেন্দ্র সম্পর্কে ছড়িয়ে পড়া মৃত্যু-গুজবের তীব্র প্রতিবাদ করেন তাঁর স্ত্রী, বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী।

নিজের এক্স (X) অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি জানিয়েছেন, ধর্মেন্দ্র এখন চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

হেমা মালিনী পোস্টে লেখেন—

“যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবারকে সম্মান দিন এবং তাঁদের গোপনীয়তার প্রয়োজনীয়তাকে বুঝুন।”

অভিনেত্রী আরও বলেন, এমন ভিত্তিহীন খবর শুধু পরিবারের সদস্যদেরই নয়, অসংখ্য অনুরাগীদের মনেও ভয় ও বিভ্রান্তি তৈরি করছে। তিনি সকলকে অনুরোধ করেছেন, যাচাই না করে কোনও খবর যেন কেউ শেয়ার না করেন।

জানা গিয়েছে, সম্প্রতি ধর্মেন্দ্রকে শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।