AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এক নতুন জগত গড়েছি…’, দীর্ঘদিনের প্রেমিক রকিকে বিয়ে করলেন হিনা

সম্প্রতি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ শো-তে হিনা জানান, কীভাবে রকি তাঁর খেয়াল রেখেছেন সর্বক্ষণ। তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছেন। এমনকি ক্যানসারের সময় হিনার পাশে থেকে নিজের মাথার চুলও কেটে ফেলেছিলেন তিনি।

'এক নতুন জগত গড়েছি...', দীর্ঘদিনের প্রেমিক রকিকে বিয়ে করলেন হিনা
| Edited By: | Updated on: Jun 04, 2025 | 7:51 PM
Share

সুখবর শোনালেন অভিনেত্রী হিনা খান। সবাইকে চমকে দিয়ে বুধবার (৪ জুন ২০২৫) জানালেন নতুন জীবন শুরু করার কথা। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে আইনি বিয়ে সারলেন হিনা। শত কষ্ট ভুলে, কঠিন লড়াই জয় করে এখন রঙিন হিনার জীবন।

হিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে এই সুখবর দিলেন সকলকে। ছবিগুলোতে দেখা গেল, হিনা ও রকি একসঙ্গে বসে সই করছেন। ছবি থেকেই স্পষ্ট তাঁরা বড় কোনও আয়োজন না করে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে করেছেন।

হিনা ও রকি একসঙ্গে সম্পর্কে আছেন ২০১৪ সাল থেকে। কঠিন সময়য়ে, বিশেষ করে ২০২৪ সালে হিনার ক্যানসার চিকিৎসার সময়, রকি সবসময় তাঁর পাশে থেকেছেন ছায়াসঙ্গী হয়ে। সম্প্রতি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ শো-তে হিনা জানান, কীভাবে রকি তাঁর খেয়াল রেখেছেন সর্বক্ষণ। তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছেন। এমনকি ক্যানসারের সময় হিনার পাশে থেকে নিজের মাথার চুলও কেটে ফেলেছিলেন তিনি।

বিয়ের খবর শেয়ার করে হিনা এক আবেগঘন ক্যাপশনে লেখেন: “দুই ভিন্ন জগত থেকে এসে আমরা ভালোবাসার এক নতুন জগত গড়েছি। আমাদের সব পার্থক্য ভুলে গিয়েছি, আর আজ আমাদের ভালোবাসা ও আইন একসঙ্গে আমাদের বেঁধে দিল। আপনারা আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করুন।”

এই খবরে অভিনেত্রীর অনুরাগীরা খুশির জোয়ারে ভাসছেন। অনেকেই তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। কেউ লিখেছেন, “অভিনন্দন! তোমাদের দুজনকে একসঙ্গে অসাধারণ লাগছে।” আবার কেউ বলেছে, “সত্যিই বিয়ে করেছো? অনেক অনেক শুভকামনা রইল।” নতুন পথচলা শুরু করলেন জুটি। লড়াই করে হিনা দেখিয়ে দিলেন, এভাবেও ফিরে আসা যায়, ভাল থাকা যায়, নতুন করে শুরু করা যায়।