হিরণের ভাইরাল রিল, সঙ্গে কোন সুন্দরী ?
দিবাকরবাবুর ভাগনা-বউমা। সেই সূত্র ধরে পূজা আমার ভাগনির মতো। ওঁদের বাড়িটা নদীর ধারে। তাই পূজার অনুরোধে রিল শুট করেছি। নদীর ধারে আমরা হাঁটছিলাম। বাড়ির ছাদে যে রিলটা করেছি, সেটাও দিবাকরবাবুর বাড়ির ছাদ’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা রিল। পূজা নামে এক সুন্দরীকে দেখা যাচ্ছে সেই রিলে। নদীর ধারে তাঁর সঙ্গে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণ বাংলা ছবির নায়ক, আবার খড়গপুর সদরের বিধায়ক। বাংলা সিনেমাতে ইদানীং দেখা যাচ্ছে না হিরণকে। বরং তিনি বিধায়ক পদ সামলানোতেই জোর দিচ্ছেন। তার মধ্যে এমন রিল করার সিদ্ধান্ত কেন ? সোমবার TV9 বাংলাকে হিরণ জানালেন, ‘বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির বাড়িতে গিয়েছিলাম। উনি একজন কৃষক। চাষের কাজের সঙ্গে ওঁর পরিবার যুক্ত। একটা ক্রিকেট ম্যাচের আয়োজন হয়েছিল সেখানে। তাই গিয়েছিলাম। দিবাকরবাবুর দিদির ছেলের বউ হচ্ছে পূজা। দিবাকরবাবুর ভাগনা-বউমা। সেই সূত্র ধরে পূজা আমার ভাগনির মতো। ওঁদের বাড়িটা নদীর ধারে। তাই পূজার অনুরোধে রিল শুট করেছি। নদীর ধারে আমরা হাঁটছিলাম। বাড়ির ছাদে যে রিলটা করেছি, সেটাও দিবাকরবাবুর বাড়ির ছাদ’।
দু’টো রিল ভাইরাল হয়েছে এবং টলিপাড়ায় তা নিয়ে চর্চা তুঙ্গে এ কথা হিরণ জানতেন না। বিধায়কের বক্তব্য, ‘আমার জানা ছিল না, রিল দুটো এরকম ভাইরাল। আপনাদে্র থেকেই শুনলাম।‘ বাংলা ছবি থেকে হিরণ বিরতি নিলেও, তাঁর এই রিলে কিছু অনুরাগী জানিয়েছেন, অভিনেতা আবার বড়পর্দায় কাজ করুন, সেটাই তাঁরা চান। একজন লিখেছেন, কিছু স্বপ্ন গানে আপনাকে দেখে দারুণ লাগল। বাংলা ছবিতে আপনি আবার নিয়মিত কাজ করুন, সেটাই চাই। লক্ষণীয়, রাজনীতির আঙিনায় দেব আর হিরণ একে অপরের বিরোধী। গত বার লোকসভা নির্বাচনে, দু’জনের লড়াই ছিল দেখার মতো।





