AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তারাপীঠে মা তারার সামনে বিয়ে, কী ভাবে স্ত্রী কোয়েলের সঙ্গে প্রেম হয় অরিজিতের?

Arijit Singh: অরিজিৎ সিং, সকলের নজরের কেন্দ্রে এখন তিনি। বলিউডের গান মানেই অরিজিৎ সিং। সাধারণ ছাপোসা জীবন যাপন করে বারবার চর্চার কেন্দ্রে যিনি জায়গা করে নিয়েছেন। গানকে ভালবেসে কেরিয়ার শুরু করা অরিজিৎ সিং-এর শুরুটা মোটেও ছিল না সুখকর।

তারাপীঠে মা তারার সামনে বিয়ে, কী ভাবে স্ত্রী কোয়েলের সঙ্গে প্রেম হয় অরিজিতের?
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 1:30 PM
Share

অরিজিৎ সিং, সকলের নজরের কেন্দ্রে এখন তিনি। বলিউডের গান মানেই অরিজিৎ সিং। সাধারণ ছাপোসা জীবন যাপন করে বারবার চর্চার কেন্দ্রে যিনি জায়গা করে নিয়েছেন। গানকে ভালবেসে কেরিয়ার শুরু করা অরিজিৎ সিং-এর শুরুটা মোটেও ছিল না সুখকর। টানা আট বছর তাঁকে অপেক্ষা করতে হয়েছিল। তারপর বলিউডে প্রথম ব্লকবাস্টার। সেই শুরু, তারপর আর অরিজিৎকে ফিরে তাকাতে হয়নি। একের পর হিট গান তারপর থেকে দর্শদরে উপহার দিয়েছেন। স্কুটারে করে ঘোরা থেকে শুরু করে বাজার করা সবটাই আজও ঠিক ততটাই স্বাভাবিক। এই কোয়েলকে তিনি চিনতেন শৈশব থেকেই। এক সাক্ষাৎকারে বলেছিলেন অরিজিৎ তিনি-ই প্রপোজ করেছিলেন।

তাঁদের বিয়ে হয়েছিল তারাপীঠের মন্দিরে। কোয়েকে ভালবেসে বিয়ে করেছিলেন তিনি। একই জায়গায় তাঁদের বেড়ে ওঠা। ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। সন্তানদের নিয়ে এখন তাঁদের সুখের সংসার। অধিকাংশ শোয়েই সাধারণ দর্শকদের মতোই সামনের সারিতে দাঁড়িয়ে তিনি অরিজিতের অনুষ্ঠান উপভোগ করেন। সকলের ভীষণ পছন্দের এই জুটি। অরিজিৎকে যেখানে হাজার হাজার ভক্ত মন দিয়েছেন, সেই অরিজিৎ যে ব্যক্তি জীবনে নিজের স্ত্রাীকে কতটা আগলে রাখেন, ভালবাসেন, সেই ছবি একাধিকবার ধরা পড়েছে ক্যামেরায়। সম্প্রতি এই জুটিকে দেখা গিয়েছে অম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে। অম্বানিদের প্রি ওয়েডিং- সকলের নজর কেড়েছিলেন এই দম্পতি।