হাসপাতালে ছুটলেন রাজও, কেমন আছেন মিঠুন? ‘যা দেখলাম তাতে…’
Mithun Chakraborty: এ দিন হাসপাতালে গিয়েছিলে দেবশ্রী রায়ও। রাজের মতো তাঁকেও বলতে শোনা যায়, " “ভাল আছেন মিঠুনদা, কথা বলছেন। চিন্তার কোনও কারণ নেই।”

শনিবার সকালেই ইএমবাইপাস সংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। তাঁকে দেখতে সকাল থেকেই হাসপাতালে ভিড় জমাচ্ছিলেন একের পর এক তারকা। দেবশ্রী রায়ের পর প্রিয় ‘মিঠুনদা’কে দেখতে হাসপাতালে হাজির হলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীও। রাজ ও মিঠুনের রাজনৈতিক মতভেদ থাকলেও এ দিন অসুস্থতার খবর পাওয়া মাত্রই আর দেরি করেননি তিনি। ইন্ডাস্ট্রির ‘সিনিয়র’কে দেখে বের হতেই মিঠুনের শারীরিক অবস্থা নিয়ে টিভিনাইন বাংলাকে কী বললেন তিনি?
রাজের কথায়, “মিঠুনদার সঙ্গে দেখা হলে যা করে সেটাই করল। আমাকে বলল, সুগার লেভেলটা বেশি হয়েছিল। যা রটেছে তা মিথ্যে। যা দেখলাম তাতে চিন্তার কোনও কারণ নেই। কাল সকালেই হয়তো ছেড়ে দেবে।” শুধুমাত্র সুগার লেভেলের তারতম্যের কারণে আইসিইউতে কেন ভর্তি তিনি? রাজের যুক্তি, “ওঁর মতো একজন মানুষ যখন আসবেন তখন সবচেয়ে ভাল ব্যবস্থাই নেওয়া দরকার। চিন্তা নেই, উনি ভাল আছেন।”
এ দিন হাসপাতালে গিয়েছিলে দেবশ্রী রায়ও। রাজের মতো তাঁকেও বলতে শোনা যায়, ” “ভাল আছেন মিঠুনদা, কথা বলছেন। চিন্তার কোনও কারণ নেই।” এ দিন সকালে হাসপাতালে সূত্র জানা যায়, ৭৩ বছরের অভিনেতার এমআরআই করা হচ্ছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর সঙ্গে যখন এ বিষয়ে টিভিনাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়, তিনি জানান, রুটিন চেক-আপের জন্য তাঁর বাবাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
