সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে মোটা টাকা আয় মালাইকার, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

Malaika Arora Secret: মডেলিং জগত থেকে শুরু করে আইটেম ডান্স, সিনেদুনিয়ায় ততদিনে তাঁর পায়ের তলার মাটি শক্ত হয়ে গিয়েছে। হাতে একের পর এক ছবির প্রস্তাব ছিল না ঠিকই, তবে আয় নেহাতই কম নয়। তাঁর রূপ থেকে শুরু করে বোল্ড উপস্থাপনা, ফিগার, সবটাই দর্শকদের মন জয় করেছে বারবার।

| Updated on: Jan 30, 2024 | 9:30 PM
মালাইকা আরোরা, খান পরিবারের পুত্রবধূ হয়েছিলেন আরবাজ খানকে ভালবেসে। বিয়ের পর সবটাই চলছিল বেশ ভালই। মাঝে মধ্যে পর্দায় দেখাও যেত তাঁকে।

মালাইকা আরোরা, খান পরিবারের পুত্রবধূ হয়েছিলেন আরবাজ খানকে ভালবেসে। বিয়ের পর সবটাই চলছিল বেশ ভালই। মাঝে মধ্যে পর্দায় দেখাও যেত তাঁকে।

1 / 8
এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন মালাইকা আরোরা। তারপর হঠাৎই ঘটে ছন্দপতন। সাজানো সংসার রাতারাতি ভেঙে যাওয়ার খবর সামনে আসে। শোনা গিয়েছিল, আরবাজ খান ও মালাইকা আরোরা আলাদা হতে চলেছেন।

এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন মালাইকা আরোরা। তারপর হঠাৎই ঘটে ছন্দপতন। সাজানো সংসার রাতারাতি ভেঙে যাওয়ার খবর সামনে আসে। শোনা গিয়েছিল, আরবাজ খান ও মালাইকা আরোরা আলাদা হতে চলেছেন।

2 / 8
তবে মডেলিং জগত থেকে শুরু করে আইটেম ডান্স, সিনেদুনিয়ায় ততদিনে তাঁর পায়ের তলার মাটি শক্ত হয়ে গিয়েছে। হাতে একের পর এক ছবির প্রস্তাব ছিল না ঠিকই, তবে আয় নেহাতই কম নয়।

তবে মডেলিং জগত থেকে শুরু করে আইটেম ডান্স, সিনেদুনিয়ায় ততদিনে তাঁর পায়ের তলার মাটি শক্ত হয়ে গিয়েছে। হাতে একের পর এক ছবির প্রস্তাব ছিল না ঠিকই, তবে আয় নেহাতই কম নয়।

3 / 8
তাঁর রূপ থেকে শুরু করে বোল্ড উপস্থাপনা, ফিগার, সবটাই দর্শকদের মন জয় করেছে বারবার। যার ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়।

তাঁর রূপ থেকে শুরু করে বোল্ড উপস্থাপনা, ফিগার, সবটাই দর্শকদের মন জয় করেছে বারবার। যার ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়।

4 / 8
একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। একাধিক সংস্থা থেকে তাঁর আয় নেহাতই কম নয়। ১৬ থেকে ২০ লাখ টাকা তিনি এক একটি পোস্ট পিছু আয় করে থাকেন।

একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। একাধিক সংস্থা থেকে তাঁর আয় নেহাতই কম নয়। ১৬ থেকে ২০ লাখ টাকা তিনি এক একটি পোস্ট পিছু আয় করে থাকেন।

5 / 8
বিভিন্ন রিয়্যালিটি শোয়ে দেখা যায় তাঁর উপস্থিতি। তা নিয়ে রীতিমত চর্চাও ওঠে। মালাইকার আয় নেহাতই কম নয়। সঞ্চয়ও তাঁর নেহাতই কম নয়।

বিভিন্ন রিয়্যালিটি শোয়ে দেখা যায় তাঁর উপস্থিতি। তা নিয়ে রীতিমত চর্চাও ওঠে। মালাইকার আয় নেহাতই কম নয়। সঞ্চয়ও তাঁর নেহাতই কম নয়।

6 / 8
নিজেরটা নিজেই চালিয়ে নিতে পারেন তিনি। শোনা যায় মালাইকা আরোরা বিবাহ বিচ্ছেদ বাবদ ১৫ কোটি টাকা খোরপোষ নিয়েছিলেন।

নিজেরটা নিজেই চালিয়ে নিতে পারেন তিনি। শোনা যায় মালাইকা আরোরা বিবাহ বিচ্ছেদ বাবদ ১৫ কোটি টাকা খোরপোষ নিয়েছিলেন।

7 / 8
যদিও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, যে এমন কিছুউ তিনি নেননি। এখন ব্যক্তি জীবন গুছিয়ে অর্জুন কাপুরের সঙ্গে দিব্যি আছেন।

যদিও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, যে এমন কিছুউ তিনি নেননি। এখন ব্যক্তি জীবন গুছিয়ে অর্জুন কাপুরের সঙ্গে দিব্যি আছেন।

8 / 8
Follow Us: