হৃতিকের বয়স ৫০! নতুন প্রেমিকা তাঁর থেকে ঠিক কতটা ছোট কোনও আন্দাজ আছে?
রোশন পরিবারের সঙ্গেও কিন্তু বেশ ভালই সদ্ভাব সাবার। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। এমনকি হৃতিকে প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও ভালই বন্ধুত্ব রয়েছে তাঁর।

হৃতিক রোশন– তাঁর চেহারা নাকি ‘গ্রিক গড’-এর মতো। তামাম বিশ্ব বলে এমনটাই। এ হেন ‘হ্যান্ডসাম হাঙ্ক’কে নিয়ে চর্চাও কিছু কম নয়। সেই হৃতিকই যে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন সে খবর এতদিন জেনে গিয়েছেন সকলেই। প্রেমিকা সাবা আজাদও কিন্তু বলিপাড়ায় বেশ পরিচিত নাম। তিনি অভিনেত্রী ও সুগায়িকা। তাঁর নিজের ব্যান্ডও রয়েছে। প্রেমিকার সঙ্গে দুনিয়ার পরিচয় করে দেওয়ার পর ব্যাপক ট্রোলের মতো পড়তে হয়েছিল তাঁকে। অনেকেই সমালোচনা করে বলেছিলেন, তাঁদের নাকি ‘বাবা-মেয়ের’ মতো লাগছে! দু’জনের বয়সের ফারাক কতটা। হৃতিকের থেকে কত ছোট সাবা? জেনে নিন এই প্রতিবেদনে।
১৯৭৪ সালের ১০ জানুয়ারি জন্ম নিয়েছিলেন হৃতিক রোশন। অন্যদিকে সাবার জন্মদিন ১৯৮৫ সালের ১ নভেম্বর। যারা সাবা ‘টিন এজার’ মনে করে হৃতিককে করেছিলেন ট্রোল, জানিয়ে রাখা যাক চল্লিশ ছুঁতে কিন্তু আর বেশি বাকি নেই তাঁরও। তাঁর বয়স ৩৮ বছর। হৃতিকের থেকে ১২ বছরের ছোট তিনি।
রোশন পরিবারের সঙ্গেও কিন্তু বেশ ভালই সদ্ভাব সাবার। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। এমনকি হৃতিকে প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও ভালই বন্ধুত্ব রয়েছে তাঁর। দীর্ঘ বিবাহিত জীবনের পর ২০১৪ সালে বিচ্ছেদ হয় সুজান ও হৃতিকের। যদিও দুই সন্তানকে যৌথভাবেই মানুষ করছেন তাঁরা। শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছেন সকলে।
View this post on Instagram
