কোন ঘটনায় নায়িকার থেকে খল চরিত্রে অভিনয় করতে বাধ্য হন ললিতা পাওয়ার?
অভিনয় দক্ষতায় ললিতা পাওয়ার খল চরিত্রে অভিনয় করে হিন্দি সিনেমায় নিজের একটি পাকাপোক্ত জায়গা করে নেন। ললিতা পাওয়ার সত্তর বছরের দীর্ঘ অভিনয় জীবনে সাতশোর বেশি ছবিতে অভিনয় করে রেকর্ড তৈরি করেছেন।

ললিতা পাওয়ার এই নামটা শুনলেই দর্শকদের সামনে রামায়ণ ধারাবাহিকের মন্থরার কথা মাথায় আসে, অথবা হিন্দি সিনেমার কুটিল ঝগরুটে চরিত্র যে নায়ক নায়িকাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তবে দর্শকদের অনেকেই জেনেনা যে ললিতা পাওয়ার নির্বাক ছবির সময়ে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছেন। এরপর ১৯৩৫ সালে ‘হিমম্মতে মারদা’ ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন। সেই ছবি সুপারহিট হয়। এর পর বহু ছবির হিরোইন হিসেবে কাজ করেছেন, যে ছবি গুলি সুপারহিট। এর পর একটি দুর্ঘটনা তাঁর জীবনটাকেই বদলে দেয়।
১৯৪২ সালে ‘জঞ্জে আজাদি’ ছবিতে হিরোইন হিসেবে শ্যুট এর সময় অভিনেতা ভগবান দাদার হাতে এমন জোর চড় খেয়ে ছিলেন, যে ললিতা পাওয়ারের একটি চোখে চোট লাগে, খারাপ হয়ে যায় তাঁর বাঁ চোখ। এর পর থেকে ললিতা পাওয়ারকে কেউ আর হিরোইনের চরিত্রে নিতে চায়নি। বেশকিছু বছর অপেক্ষার পর সংসার চালানোর জন্য অবশেষে ললিতা দেবী বাধ্য হয়ে হিরোইন থেকে পার্শ চরিত্রে অভিনয় শুরু করেন। পার্শ্ব চরিত্রে অভিনয় করতে করচতেই সুযোগ আশে হিন্দি ছবিতে খল চরিত্রে অভিনয় কারর। নিজের অভিনয় দক্ষতায় ললিতা পাওয়ার খল চরিত্রে অভিনয় করে হিন্দি সিনেমায় নিজের একটি পাকাপোক্ত জায়গা করে নেন। ললিতা পাওয়ার সত্তর বছরের দীর্ঘ অভিনয় জীবনে সাতশোর বেশি ছবিতে অভিনয় করে রেকর্ড তৈরি করেছে। নায়কা হিসেবে ললিতা পাওয়ারকে আর কেউ মনে না রাখলেও খল চরিত্রে মাইলস্টোন তৈরি করতে সক্ষম হয়েছেন অভিনেত্রী ললিতা পাওয়ার।
