Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আহত পায়েই ছবির প্রচার! ‘পুষ্পা’র মতোই ঝুকেগা নেহি ‘শ্রীবল্লি’ রশ্মিকা, নায়িকার কাণ্ড দেখুন

কয়েক সপ্তাহ আগে জিম কসরৎ করতে গিয়ে পায়ে চোট পান রশ্মিকা। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছিলেন। এমনকী, এই চোটের কারণেই সলমনের সিকন্দর ছবির শুটিং থেকে কয়েকদিন বিরতি নিয়েছেন তিনি।

আহত পায়েই ছবির প্রচার! 'পুষ্পা'র মতোই ঝুকেগা নেহি 'শ্রীবল্লি' রশ্মিকা, নায়িকার কাণ্ড দেখুন
Follow Us:
| Updated on: Jan 22, 2025 | 2:16 PM

পুষ্পার থেকেও যেন তিনগুণ দাবাং তাঁর স্ত্রী শ্রীবল্লি। কারণ, পুষ্পা পর্দায় মারপিটে ঝড় তুলে ক্ষান্ত হন, কিন্তু শ্রীবল্লি ওরফে রশ্মিকা মান্দানা বাস্তবেই বিন্দাস! কে বলবে, কয়েকদিন আগে পায়ে গুরুতর চোট পেয়েছেন!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ‘ছাবা’ ছবিতে রশ্মিকার লুক। প্রথম লুকেই বাজিমাত করেছেন রশ্মিকা। মাথায় ঘোমটা, বাহারি গয়নায় সেজেও, রশ্মিকার চোখে ধরা পড়েছে বিদ্রোহের আগুন। এই ছবিতে ছত্রপতি শিবাজির স্ত্রীয়ের চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। আর ছাবাতে শিবাজি হলেন ভিকি কৌশল।

বুধবার এই ছবিরই ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। এই মুহূর্তটাকে কিছুতেই ছাড়তে চান না রশ্মিকা। আর এতটাই তিনি কাজের প্রতি যত্নবান যে, আহত পায়েই ছবির প্রচার করতে রাজি হয়ে গেলেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, হুইল চেয়ারে বসেই হায়দরাবাদ থেকে মুম্বই বিমানবন্দরে হাজির হয়েছেন রশ্মিকা। আর সেখান থেকেই সোজা ছবির প্রচারে।

কয়েক সপ্তাহ আগে জিম কসরৎ করতে গিয়ে পায়ে চোট পান রশ্মিকা। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছিলেন। এমনকী, এই চোটের কারণেই সলমনের সিকন্দর ছবির শুটিং থেকে কয়েকদিন বিরতি নিয়েছেন তিনি। তারই মাঝে ‘ছাবা’ ছবির প্রচার।

শিবাজি সাওয়ান্তের ছাবা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি । রিলিজ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উতকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা।