রাজনীতিবিদের সঙ্গে ‘সেক্স চ্যাট’, হাতেনাতে ধরা পড়েন বিপাশা?

Bipasa Basu: রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে বিপাশা বসুর 'সেক্স' চ্যাট প্রসঙ্গ। ২০০৬ সালের ঘটনা। যখন একটি অডিও ক্লিপিং রাতারাতি ভাইরাল হয়ে যায় সকলের হাতে হাতে। দাবি করা হয়, যে চ্যাটটা ছিল রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে।

রাজনীতিবিদের সঙ্গে 'সেক্স চ্যাট', হাতেনাতে ধরা পড়েন বিপাশা?
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 6:27 PM

বিপাশা বসু, বরাবরই তিনি বলিউডের চর্চিত নাম। কখনও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে তাঁর হটনেস, কখনও আবার জীবনে থাকা একাধিক সম্পর্কের উঁকি। কখনও বিচ্ছেদ, কখনও আবার নতুন করে ঘর বাঁধার খবরে দর্শকের বারবার নজর কেড়েছেন তিনি। বিপাশা বসুর জীবনে বিতর্কও কম দেখা যায়নি।

কখনও চুমু প্রসঙ্গ, কখনও আবার রাতভোর পার্টি করে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেওয়া, একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বিপাশা বসুরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক। তেমনই এক চর্চিত বিতর্ক হল রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে বিপাশা বসুর ‘সেক্স’ চ্যাট প্রসঙ্গ। ২০০৬ সালের ঘটনা। যখন একটি অডিও ক্লিপিং রাতারাতি ভাইরাল হয়ে যায় সকলের হাতে হাতে। দাবি করা হয়, যে চ্যাটটা ছিল রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে।

বিপরীতে থাকা মহিলাকে বিপাশা বসু বলেই প্রাথমিক অনুমান ছিল সকলের। যদিও বিপাশা বসু একাধিকবার জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই মহিলা নন। তবে এই অডিও ক্লিপিং-এ একটি বাক্য সাড়া ফেলে দিয়েছিল সিনেপাড়ার কোণে কোণে। যার জন্য রীতিমত মেজাজ হারিয়েছিলেন ভক্তরা।

অডিও-তে থাকা মহিলা কণ্ঠস্বর বলে ওঠেন, “age matters between the legs.” (যৌনতা বা সঙ্গমের ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ)। পরবর্তীতে অমর সিং নিজে স্বীকারে করেছিলেন এই কণ্ঠস্বর তাঁর। কিন্তু মহিলা কণ্ঠস্বর বিপাশার নয়। তবে একশ্রেণি আজও বিশ্বাস করেন যে বিপাশা বসুই নাকি ছিলেন সেই মহিলা।