‘আমার জুতোর ফিতে বেঁধে দেয়’, দ্বিতীয় স্ত্রীকে ইসলাম গ্রহণ করতে জোড় করেন ইসমাইল?
প্রথম পক্ষের দুই ছেলে আওয়েজ ও জায়েদ দরবারও আয়েশাকে ভালবেসে ‘আয়েশা মাম্মি’ বলে ডাকে। এমনকি সৎ ভাই ইমানকেও আগলে রাখেন ইসমাইলের প্রথম পক্ষের দুই সন্তান। ইসমাইল দরবার ‘সারেগামাপা’, ‘ভয়েস অফ ইন্ডিয়া’সহ একাধিক রিয়েলিটি শোয়ে বিচারক ছিলেন।

প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক তথ্য সামনে এনেছেন। ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’–এর মতো জনপ্রিয় ছবির সুরকার এবার তাঁর দ্বিতীয় বিয়ে ও পারিবারিক জীবন ঘিরে তৈরি হওয়া নানা জল্পনা কিংবা বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন। এক সাক্ষাৎকারে ইসমাইল স্পষ্ট জানান, তাঁর দ্বিতীয় স্ত্রী আয়েশা (আগের নাম প্রীতি) কোনও চাপ নয়, বরং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বলেন, “আমাদের দেখা হওয়ার সময় আমি প্রথম স্ত্রী ফারজানার সঙ্গে বৈবাহিক জীবনে থাকলেও, আমরা মূলত আলাদা থাকতাম। মতের অমিলের জন্য আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।”
তিনি আরও জানান, একদিন ফারজানার সঙ্গে বচসা হওয়ার পর আয়েশাকে ফোন করেন তিনি এবং তাঁকে নিয়ে গাড়িতে ঘুরতে বেরিয়ে যান। সেই দিনই তিনি আয়েশাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। আয়েশা রাজিও হয়ে যান তাতে, আর সেখান থেকেই শুরু হয় তাঁদের নতুন পথচলা।
ইসমাইল জানান, আয়েশা তাঁর কেরিয়ার ছেড়ে সংসারে মন দিয়েছেন। সুরকারের কথায় “তিনি আজও আমাকে জামা এগিয়ে দেন, জুতোর ফিতে বেঁধে দেন। আমাদের সন্তানদের জন্য গ্ল্যামার জগত ছেড়েছেন উনি।”
প্রথম পক্ষের দুই ছেলে আওয়েজ ও জায়েদ দরবারও আয়েশাকে ভালবেসে ‘আয়েশা মাম্মি’ বলে ডাকে। এমনকি সৎ ভাই ইমানকেও আগলে রাখেন ইসমাইলের প্রথম পক্ষের দুই সন্তান। ইসমাইল দরবার ‘সারেগামাপা’, ‘ভয়েস অফ ইন্ডিয়া’সহ একাধিক রিয়েলিটি শোয়ে বিচারক ছিলেন। তিনি ‘বিগ বস সিজন ৩’ তেও অংশ নেন। তাঁর সুর করা গান আজও শ্রোতাদের মনে দাগ কেটে রয়েছে।
