বিয়ে করছেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী-খুশি! পাত্র কারা?
বলিউডের গুঞ্জন দুজনেই নাকি বিয়ে করতে চলেছেন! আর শুধু তাই নয়। সম্প্রতি নিজেরাই বিয়ের প্ল্যানিং শেয়ার করেছেন।
সিনেমা চলুক না চলুক। সদা খবরে থাকেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। এই যেমন, বলিউডের গুঞ্জন দুজনেই নাকি বিয়ে করতে চলেছেন! আর শুধু তাই নয়। সম্প্রতি নিজেরাই বিয়ের প্ল্যানিং শেয়ার করেছেন।
২০১৮ সালে মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি ধড়ক। বক্স অফিসে এই ছবি না চললেও, জাহ্নবীর প্রশংসা হয়। অনেকেই জাহ্নবীকে শ্রীদেবীর সঙ্গে তুলনা করতে শুরু করেন। এরপর বেশ কয়েকটি ছবি করেছেন জাহ্নবী। তবে বক্স অফিসে দাগ কাটতে পারেননি। এরই মাঝে প্রেমগুঞ্জনে আসে শিখর পাহাড়িয়ার সঙ্গে নাকি প্রেম করছেন জাহ্নবী। শিখরের সঙ্গে মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় মুম্বইয়ের এদিক-ওদিক। এমনকী, দুজনে মিলে ঘুরতেও বেরিয়ে পড়েন। তবে প্রতিবছর একবার হলেও, শিখরকে নিয়ে তিরুপতি দর্শনে যান জাহ্নবী।
এই খবরটিও পড়ুন
View this post on Instagram
জাহ্নবী জানিয়েছেন, তাঁর বিয়ে হবে একেবারেই ছিমছামভাবে। বিয়ের ক্ষেত্রেও তিনি বেছে নেবেন তিরুপতি। সাবেকি সাজেই সাজবেন জাহ্নবী।
অন্যদিতে বেদাঙ্গ রায়নার সঙ্গে নাম জুড়ে খুশি কাপুর এখন বলিউড বাজারে দারুণ সুপারহিট। তবে তাঁর ঝুলিতে সবে একখানা নেটফ্লিক্স সিরিজ আর্চি। কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে আমিরপুত্র জুনেইদ খানের সঙ্গে লাভইয়াপ্পা। এত সবের মাঝে বিয়ে নিয়ে কিন্তু ভাবনা শেষ খুশির। খুশির কথায়, বিয়ে হবে একেবারে জাঁকজমকপূর্ণ। মুম্বই নয়, হবে ডেস্টিনেশন ওয়েডিং। যেভাবে বলিউডি বিয়ে হয়, সেভাবে বিয়ে করেই খুশি হবেন, খুশি কাপুর। তবে যেহেতু বাবার আদুরে মেয়ে তিনি, সেহেতু সংসার পাতবেন মুম্বইতেই। বাবা যাতে চোখের সামনে থাকেন।