অম্বানি বিয়েতে চুটিয়ে সেলিব্রেশন, অনুষ্ঠান মিটতেই হাসপাতালে ভর্তি জাহ্নবী, হঠাৎ এমন কী হল?
Janhvi Kapoor: দিনের পর দিন ভীষণ অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। দ্রুত ছবির কাজ শেষ করা, ছবির প্রচার, তারই মাঝে বিয়ে, পার্টি, ডায়েটে অনিয়ম, সব মিলিয়েই চরম ভোগান্তি।
অভিনেত্রী জাহ্নবী কাপুর ভর্তি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরেই মিলল খবর। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নিত্য তাঁর দেখা মিলছিল। কারণ অম্বানিদের গালা সেলিব্রেশন। হলদি থেকে মেহেন্দি, বিয়ে, রাত জেগে পার্টি অনুষ্ঠান কিছুই তাঁর তালিকা থেকে বাদ রইল না। আর তাতেই কী বিপত্তি? কী হয়েছে অভিনেত্রীর? সূত্রের খবর ফুট পয়জেনে ভুগছেন তিনি। দিনের পর দিন ভীষণ অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। দ্রুত ছবির কাজ শেষ করা, ছবির প্রচার, তারই মাঝে বিয়ে, পার্টি, ডায়েটে অনিয়ম, সব মিলিয়েই চরম ভোগান্তি।
অভিনেত্রীর এক ঘনিষ্ট বন্ধু জানান, বুধবার থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতেই ছিলেন, নিজের যাবতীয় অ্যাপয়েনমেন্ট বাতিলও করেছিলেন। খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এই সপ্তাহে বিশ্রামে থাকার পরিকল্পনাও করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার খুবই অসুস্থ হয়ে পড়েন। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে হাসপাতালে ভর্তি করার। বর্তমানে চিকিৎসা চলছে। এখন অনেকটাই ভাল আছেন তিনি। সব ঠিক থাকলে শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে খবর।