Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতি দিন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ! প্রেমিকের সঙ্গে কী করতেন জাহ্নবী?

বাল্যবন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গেই নাকি সম্পর্কে আছেন জাহ্নবী কাপুর। এমন কথা অনেকেই জানেন। তাঁদের বহু জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে। সম্প্রতি শিখরের সঙ্গে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিলেন জাহ্নবী।

প্রতি দিন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ! প্রেমিকের সঙ্গে কী করতেন জাহ্নবী?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2025 | 10:25 PM

বাল্যবন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গেই নাকি সম্পর্কে আছেন জাহ্নবী কাপুর। এমন কথা অনেকেই জানেন। তাঁদের বহু জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে। সম্প্রতি শিখরের সঙ্গে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিলেন জাহ্নবী। অতীতে বহু সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী। তাঁর ব্যক্তিগত জীবনে কম ঝড় বয়ে যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রেকআপ সম্পর্কে মুখ খুলেছেন শ্রীদেবীর জ্যেষ্ঠকন্যা।

জাহ্নবী জানিয়েছেন, তাঁর জীবনে এমন সময় এসেছিল, যখন তিনি প্রত্যেক মাসেই প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করতেন। অভিনেত্রীর প্রেমিক শকে চলে যেতেন সেই সব ঘটনায়। তারপর থেকে তিনি ব্রেকআপের কথা শুনলেই বলতেন, “হ্যাঁ, ঠিক আছে।” জাহ্নবী বলেছেন, “প্রেমিকের সঙ্গে ব্রেকআপের দু’দিন পর খুব কাঁদতাম এবং ফিরে যেতাম। আমি বুঝতেই পারতাম না কেন বারবার ব্রেকআপ খেয়াল মাথায় আসত। এটাকে আমি এক্সট্রিম এক্সপিরিয়েন্স বলতাম।”

কথায়-কথায় ব্রেকআপ করা জাহ্নবী জানিয়েছিলেন, জীবনে একবারই নাকি তাঁর হৃদয় ভেঙে খানখান হয়ে গিয়েছিল। সেই মানুষটাই নাকি তাঁর জীবনে ফেরত এসে হৃদয়ের ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়েছিলেন। ফলে সেই যন্ত্রণা তাঁকে খুব একটা কাবু করতে পারেনি।

শিখরের সঙ্গে অনেক আগেই সম্পর্ক তৈরি হয় জাহ্নবীর। সেই সময় তিনি সিনেমায় কাজও শুরু করেননি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এ সহ-অভিনেতা, তথা ছবির নায়ক ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন অনেকেই শুনেছিলেন। সেই প্রেম ভেঙেও যায় অল্পদিনের মাথাতেই। এখন শিখরই অভিনেত্রীর ধ্যানজ্ঞান।