AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৃজিতের নতুন ছবিতে কেন মহাপ্রভু রূপে আসতে রাজি হলেন না যিশু?

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'লহো গৌরাঙ্গের নাম রে'-র শুটিং শুরু হবে সামনেই। এই ছবিতে শ্রীচৈতন্যরূপে দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্তকে। আর ছবিতে বর্তমান সময়ের একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। যাঁকে শ্রীচৈতন্য মহাপ্রভুর লুকে দেখা যাচ্ছে। যেহেতু ছবির মধ্যে একটা ছবি তৈরির গল্প আছে, সেই কারণে ইন্দ্রনীল যে চরিত্র করছেন, সেই চরিত্রের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে দর্শকের সামনে আসার সুযোগ রয়েছে।

সৃজিতের নতুন ছবিতে কেন মহাপ্রভু রূপে আসতে রাজি হলেন না যিশু?
| Edited By: | Updated on: Jun 06, 2025 | 10:12 AM
Share

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’-র শুটিং শুরু হবে সামনেই। এই ছবিতে শ্রীচৈতন্য রূপে দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্তকে। আর ছবিতে বর্তমান সময়ের একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। যাঁকে শ্রীচৈতন্য মহাপ্রভুর লুকে দেখা যাচ্ছে। যেহেতু ছবির মধ্যে একটা ছবি তৈরির গল্প আছে, সেই কারণে ইন্দ্রনীল যে চরিত্র করছেন, সেই চরিত্রের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে দর্শকের সামনে আসার সুযোগ রয়েছে।

তবে টলিপাড়ার এক সূত্র জানাচ্ছে, ইন্দ্রনীল যে চরিত্র করছেন, সেই চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে যিশু সেনগুপ্তর কাছে প্রস্তাব গিয়েছিল। সেক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপেই যিশু সেনগুপ্তকে দেখা যেত। যিশু সেনগুপ্তর সঙ্গে এই চরিত্রের বিশেষ যোগ রয়েছে। ছোটপর্দায় শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র করে জনপ্রিয়তা পেয়েছিলেন যিশু। তাই সেই চরিত্রে যিশুকে বরাবরই দেখতে চান বাঙালি দর্শকরা। কিন্তু এই চরিত্র যিশু করেননি।

কেন এই চরিত্র থেকে সরে দাঁড়িয়ে ছবিতে অন্য একটা চরিত্র করছেন যিশু? সূত্রের দাবি, ”কারণটা ব্যক্তিগত। বাকিটা ক্রমশ প্রকাশ্য।” ছবিতে নিত্যানন্দ প্রভুর চরিত্রে দেখা যাবে যিশুকে। এর আগে সৃজিতের পরিচালনায় ‘দশম অবতার’ ছবিতে দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তকে।

যিশু সেনগুপ্ত ইদানীং বেশ কম বাংলা ছবি করেন। এই বছর জুন মাস পর্যন্ত তাঁর কোনও বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। ‘লহো গৌরাঙ্গের  নাম রে’ মুক্তি পাবে এই বছর বড়দিনে, সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। সৃজিত-যিশুর যুগলবন্দি দেখার যে আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে, তা নিশ্চিত।