কাজলের জীবনে এবার সইফ পুত্র? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী, বললেন…
Kajol: কাজলের সঙ্গেই এই কাজ করলেন ইব্রাহিম। সইফ পুত্রকে নিয়ে গত কয়েকবছর ধরেই ভক্তদের মনে প্রশ্ন ছিল তুঙ্গে। কবে তিনি পর্দায় আসবেন? আদপে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে চান কি? যদিও সে সব প্রশ্নের উত্তর মিলেছে ইতিমধ্যেই। এবার কী বললেন কাজল!
কাজল। বলিউডের অন্যতম দাপুটে অভিনেত্রী। একটা সময় যিনি স্থির করেছিলেন পরিবার, সংসার আর সন্তানদের সময় দেবেন, খানিক বিরতি নিয়েছিলেন পর্দা থেকে। যদিও সে বিরতি মঞ্জুর ছিল না দর্শকদের। তাঁরা নিত্য অপেক্ষা করে গিয়েছেন, কবে আবারও পর্দায় ফিরবেন বলিউডের বাবলি গার্ল। যদিও বাবলি মোড়ক ছেড়ে ততদিনে তিনি আরও পরিণত। ‘মাই নেম ইজ খান’ থেকে শুরু করে ‘হেলিকপ্টার এলা’, অন্যস্বাদের ছবির প্রস্তাব গ্রহণ করতে শুরু করেছিলেন তিনি। ততদিনে পাল্টে গিয়েছে তাঁর চরিত্রের উপস্থাপনাও। তাই বলে মূলধারা থেকে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনাই করেননি নায়িকা।
যদিও অভিনেতার সাপোর্ট ছাড়া একা কাঁধে ছবি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ততদিনে তাঁর তৈরি হয়ে গিয়েছে। আর বর্তমানে কাজলের প্রজেক্টগুলো তা আরও স্পষ্ট করে দেয়। এবার তিনি জুটি বাঁধালেন সইফ আলি খান পুত্র ইব্রাহিমের সঙ্গে। ইব্রাহিমের পর্দায় আত্মপ্রকাশকে ঘিরে সকলেই বেশ উত্তেজিত। আর সেই ছবিতেই কাজল। সহঅভিনেতার ছেলের সঙ্গে কাজ করে তাঁর কেমন লাগল? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, ‘পৃথ্বীরাজের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ইব্রাহিমের সঙ্গেও। আমার মনে হয় এটা বেশ মজার হতে চলেছে।’ যদিও এই নিয়ে খুব বেশি বাক্যব্যায় করতে দেখা গেল না কাজলকে। ছবির নাম ‘সরজমিন’। ইতিমধ্যেই ছবির কাজ শেষ হয়ে গিয়েছে। ইব্রাহিমের বেশ কয়েকবছর আগেই ডেবিউ করার কথা ছিল। যদিও নানা কারণ বশত তাঁর প্রথম প্রজেক্ট বেশ কিছুটা পিছিয়ে যায়। বর্তমানে কাজলের সঙ্গে প্রথমবার পর্দায় আসতে চলেছেন তিনি। দেখতে একেবারেই বাবার মতো, আর অভিনয়! ঠাকুমা, বাবা, মা, বোনের মতো কি তাঁর রক্তেও অভিনয়! তার উত্তর সময় দেবে।