AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘একটা জীবন শেষ করলাম…’, দিওয়ালির রাতে বড় ঘোষণা কাজলের

সম্প্রতি সোশাল মিডিয়ায় দিওয়ালির বেশ কিছু ছবি শেয়ার করেছেন কাজল। যেখানে দেখা গিয়েছে, স্বামী, ছেলেমেয়েকে নিয়ে বাড়িতেই দীপাবলিতে মেতে উঠেছেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনেই পুরনো জীবনের শেষ এবং নতুন জীবনের শুরুর ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

'একটা জীবন শেষ করলাম...',  দিওয়ালির রাতে বড় ঘোষণা কাজলের
| Edited By: | Updated on: Oct 22, 2025 | 4:22 PM
Share

কাজল বরাবরই স্পষ্টবাদী। ঠোঁটকাটা। পাশাপাশি ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালবাসেন। বিশেষ করে অজয় দেবগণের সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে তেমন কোনও খবরই প্রকাশ করেন না কাজল। তবে এবার দিওয়ালির রাতে সোশাল মিডিয়ার হাত ধরে বড় খবর দিলেন বলিউডের সিমরণ। সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, জীবন নতুন পথে হাঁটতে চলেছেন তিনি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় দিওয়ালির বেশ কিছু ছবি শেয়ার করেছেন কাজল। যেখানে দেখা গিয়েছে, স্বামী, ছেলেমেয়েকে নিয়ে বাড়িতেই দীপাবলিতে মেতে উঠেছেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনেই পুরনো জীবনের শেষ এবং নতুন জীবনের শুরুর ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

তা কী লিখলেন কাজল?

সোশাল মিডিয়ায় কাজল লিখলেন, জীবনটা একটা আবর্তর মতো। দিওয়ালির ঠিক আগের দিন একটা নতুন কিছু শুরু হল, আর একটা পুরনো কিছুর শেষ। শুধু এটাই বলতে পারি, জীবনের অর্থ হল পরিবার আর তাঁদের ভালবাসা। ওম শান্তি শান্তি সবাইকে।

View this post on Instagram

A post shared by Kajol Devgan (@kajol)

তবে এমন পোস্ট করলেও, কোন নতুন শুরুর কথা বলতে চেয়েছেন কাজল, তা অবশ্য স্পষ্ট নয়। এই মুহূর্তে কাজলের হাতে কোনও সিনেমা না থাকলেও, টুইঙ্কল খান্নার সঙ্গে জুটি বেঁধে টক শো সঞ্চালনা করছেন তিনি। সেই টক শো কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে অনুরাগীদের মধ্যে। শুধু তাই নয়, টুইঙ্কলের সঙ্গে জুটি বেঁধে নতুন প্রোডাকশন হাউজও খুলেছেন তিনি। অনেকের মতো, হয়তো কাজল এই নতুন শুরুর কথাই বলেছেন।