‘কখনও তোমার ভালোবাসামাখা আদর…’, কেন আবেগপ্রবণ কাঞ্চন
কয়েক দিন আগে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবির শুটিংয়ে পাহাড়ে গিয়েছিলেন কাঞ্চন। তখনও তাঁর সঙ্গী হয়েছিলেন শ্রীময়ী। এবার জন্মদিন শহরেই কাটাচ্ছেন অভিনেত্রী।

‘কখনও তোমার ভালোবাসামাখা আদর…’, কবিতার প্রথম লাইন এটাই। শ্রীময়ী চট্টরাজের জন্মদিনে একটা রিল পোস্ট করলেন কাঞ্চন মল্লিক। সেখানে তাঁদের বিভিন্ন মনে রাখার মতো মুহূর্তের ছবি রয়েছে। মনের কথা গুছিয়ে কবিতা আকারে গড়ে তুলেছেন কাঞ্চন। সেটা জনসমক্ষে এনে বুঝিয়ে দিলেন, শ্রীময়ীকে তিনি কতটা ভালোবাসেন। এই পোস্ট দেখে শ্রীময়ী অবাক হয়ে গিয়েছেন। শ্রীময়ী ফেসবুকে লিখেছেন, ”আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। আমি ভাবতেও পারি না, তুমি আমার জন্য এটা তৈরি করতে পারো। মাই গড…তুমি আর কৃষভি আমার জীবনের সবকিছু। তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে দিয়েছ। লাভ ইউ মাম্মা।” শ্রীময়ী যে কাঞ্চনকে আদর করে মাম্মা বলে ডাকেন, সেটাই জানা গেল।
কাঞ্চনের কবিতার দু’টো লাইন হলো, ”নাই বা মিলল দুনিয়ার সঙ্গে তাল…শুধু ভালোবাসা ঘিরে থাকুক প্রতিটা মুহূর্তে।” বিধায়ক-অভিনেতার কথা থেকেই স্পষ্ট, দুনিয়া তাঁদের সম্পর্ক নিয়ে কী মনে করেন, তা নিয়ে আর ভাবতে রাজি নন দম্পতি। বরং একে-অন্যের ভালোবাসায় ডুবে সামনের দিনগুলো কাটাতে চান। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক ২০ বছরের বেশি। ৩০ জুন ২৮ বছর বয়স হলো শ্রীময়ীর। কাঞ্চনের দু’ বার বিয়ে ভেঙেছে শ্রীময়ীকে বিয়ে করার আগে। তাই কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কাটাছেঁড়া হয়েছিল। তবে সেসব সমালোচনায় প্রভাবিত না হয়ে, দু’ জনে সুখে সংসার করছেন।
কয়েক দিন আগে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিংয়ে পাহাড়ে গিয়েছিলেন কাঞ্চন। তখনও তাঁর সঙ্গী হয়েছিলেন শ্রীময়ী। এবার জন্মদিন শহরেই কাটাচ্ছেন অভিনেত্রী।
