বাবা হলেন আবার! সুখবর দিয়েই কাঞ্চন বললেন, ‘আমি ভীষণ সরি…’

Kanchan-Sreemoyee: খবরটা ঘুরছিল টলিপাড়ায়। কাঞ্চন মল্লিক নাকি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। শ্রীময়ী চট্টরাজ নাকি অন্তঃসত্ত্বা! যদিও এই নিয়ে টু শব্দটি করেননি তাঁরা। তবে কালীপুজোয় ছবি দিতেই তা যেন খানিক স্পষ্ট হয়ে যায়।

বাবা হলেন আবার! সুখবর দিয়েই কাঞ্চন বললেন, 'আমি ভীষণ সরি...'
খুশিতে ডগমগ বিধায়ক
Follow Us:
| Updated on: Nov 03, 2024 | 7:00 PM

খবরটা ঘুরছিল টলিপাড়ায়। কাঞ্চন মল্লিক নাকি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। শ্রীময়ী চট্টরাজ নাকি অন্তঃসত্ত্বা! যদিও এই নিয়ে টু শব্দটি করেননি তাঁরা। তবে কালীপুজোয় ছবি দিতেই তা যেন খানিক স্পষ্ট হয়ে যায়। টিভিনাইন বাংলা এ দিন সকালেই কাঞ্চনকে এ নিয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি যদিও অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, এ কথা সত্য নয়। তবে রাত গভীর হতেই সুখবরটা দিয়েই দিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন। জানালেন মাত্র কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছেন তাঁদের সন্তান কৃষভি।

কেমন আছেন মা? কেনই বা এত গোপনীয়তা? প্রশ্ন করতেই লাজুক হাসি কাঞ্চনের। বললেন, “আই অ্যাম ভেরি সরি। বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আজ শ্রীময়ীর কিছু অসুবিধে দেখা দেয় আচমকাই।চিকিৎসক জানান আজই সিজার করতে হবে। আর দেরি করিনি। মেয়ে হয়েছে আমাদের। আমরা মেয়েই চেয়েছিলাম। কালীপুজোর সময়েই ঘরে কন্যা এল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”

কাঞ্চন জানিয়েছেন মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাউকে কিচ্ছুটি না জানিয়ে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের এই চর্চিত কাপল। এর ঠিক কিছু দিন পরেই গত ২ মার্চ সামাজিক বিয়েও সম্পন্ন হয়েছিল তাঁদের। মাত্র সাড়ে আট মাসের মধ্যেই দুই থেকে তিন হলেন তাঁরা। খুশি যেন ধরছে না আর।