‘শত ক্লান্তির পর…’, ফাদার্স ডে-তে প্রথম এই ছবি সামনে আনলেন কাঞ্চন
এবার মেয়েকে নিয়ে ফাদার্স ডে-তে নিজেই কলম ধরলেন তিনি। মেয়েকে নিয়ে লেখা শুরু করলেও লেখা শেষ করলেন, নিজের বাবার স্মৃতিতে কিছু কথা লিখে। সোশ্যাল মিডিয়ায় রবিবার না-দেখা শৈশবের ছবিও পোস্ট করলেন তিনি।

দুই সন্তানের বাবা কাঞ্চন মল্লিক। প্রথম পক্ষে এক পুত্র সন্তান, দ্বিতীয় পক্ষে এক মেয়ে। কাঞ্চন খুব সাধারণ জীবনে বিশ্বাসী। বরাবরই লাইম লাইট থেকে নিজেকে সরিয়ে রাখতে বেশি পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়া থেকেও তাই বজায় রাখতেন দূরত্ব। তবে এবার মেয়েকে নিয়ে ফাদার্স ডে-তে নিজেই কলম ধরলেন তিনি। মেয়েকে নিয়ে লেখা শুরু করলেও লেখা শেষ করলেন, নিজের বাবার স্মৃতিতে কিছু কথা লিখে। সোশ্যাল মিডিয়ায় রবিবার না-দেখা শৈশবের ছবিও পোস্ট করলেন তিনি।
লিখলেন, “আমি কখনও-ই কোন বিশেষ দিন উদযাপনে বিশ্বাসী নয়, কারণ আমি একটু পুরনো মানসিকতার মানুষ। কিন্তু আমার মেয়ে তো ২০২৪-এর, ওর কাছে এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ চারপাশ থেকে যেটা দেখবে ও সেটাই শিখবে। আমার মেয়ের এখনও ফাদার্স ডে বোঝার বয়স হয়নি, কিন্তু ওর কাছে যে প্রত্যেকদিন ফাদার্স ডে সেটা ও না চাইতেও বুঝিয়ে দেয়। যখন দু’হাত দিয়ে গালটা ধরে, আদর করে দেয়, ওর ভাষায় নানারকমভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে, তখন আমার মনে হয় আমরা সারাদিন শত ক্লান্তির পর যখন বাড়ি ফিরি, তখন ওর মুখটাই দেখে মনে হয় এটাই জীবনের নিঃস্বার্থ ভালবাসার প্রাপ্তি।”
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “আমার কাছে বাবা মানে নিরাপদ আশ্রয়, যতই বাবার বকুনি খায়, বারবার মনে হয় কথা বলবো না, যতই রাগ হয়, অভিমান হয়, তা সত্ত্বেও এটা আমি জানি পৃথিবীতে একটাই মানুষ যে তোমার সমস্ত আবদার নিঃস্বার্থভাবে মিটিয়ে যাবে। তাঁর জীবনে শতকষ্ট থাকা সত্ত্বেও। আজ বাবা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু আমি জানি আমার পাশে না থাকলেও, বাবার আশীর্বাদ আমার সঙ্গে ছায়ার মতো আছে সর্বদা। বাবা তুমি যেখানেই থেকো ভাল থেকো।”





