‘কলকাতায় যৌন নির্যাতন হোক বা আমাকে হুমকি দেওয়া…’, কোন সত্যি বললেন কঙ্গনা?
বলিউডে কাজ দেওয়ার নাম করে নায়িকাদের কীভাবে যৌন নির্যাতন করা হয়, তা নিয়ে মুখ খুলছেন একের পর এক নায়িকা। সম্প্রতি সুরভিন চাওলা খোলসা করেছেন, কীভাবে এক দক্ষিণী পরিচালক সুরভিনের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন, শুধু ছবির শুটিং চলাকালীন, তাঁকে কাজ দিয়েছেন বলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাওয়াতের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বলিউডের আসল চেহারা সামনে এনেছেন নায়িকা। তাঁর কথায়, ”মহিলাদের উপর কী ধরনের নির্যাতন নায়করা এখানে করেন, সেটা সম্পর্কে কোনও ধারণা আছে? নায়িকাদের মেসেজ করা, ডিনারে ডাকা বা ঘরে ডাকা কিছুই বাদ যায় না। কলকাতায় যেমন যৌন নির্যাতন হয় বা আমাকে যৌন নির্যাতনের হুমকি দেওয়া, এর থেকেই স্পষ্ট হয়ে যায়, এই সমাজ মহিলাদের সম্মান করতে পারে না। আর ফিল্ম ইন্ডাস্ট্রি এর চেয়ে কিছু আলাদা নয়।”
বলিউডে কাজ দেওয়ার নাম করে নায়িকাদের কীভাবে যৌন নির্যাতন করা হয়, তা নিয়ে মুখ খুলছেন একের পর এক নায়িকা। সম্প্রতি সুরভিন চাওলা খোলসা করেছেন, কীভাবে এক দক্ষিণী পরিচালক সুরভিনের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন, শুধু ছবির শুটিং চলাকালীন, তাঁকে কাজ দিয়েছেন বলে।
কঙ্গনা যোগ করেছেন, ”সরোজ খান কত নামী একজন কোরিওগ্রাফার। তিনিও স্বীকার করেছিলেন যে নায়িকাদের কম্প্রোমাইজ করতে বলা হয়, বদলে খেতে দেওয়া হয়।” এভাবে কাজ দেওয়ার নাম করে, মহিলাদের শরীরের উপর অধিকার স্থাপনের চেষ্টা করার ঘটনা বলিউডে নতুন কিছু নয়, সেটা উঠে এসেছে নায়িকার কথায়। এবং কঙ্গনা খোলসা করে দিয়েছেন, এমন জিনিস থেকে তিনি নিজেকে দূরে রাখতে চান।
কঙ্গনা এই কথাগুলো বলেছিলেন আগে। তবে তাঁর কথাগুলো যে অত্যন্ত প্রাসঙ্গিক, সে কথা লিখছেন নেটিজেনরা। এমন পরিবেশ বদলানোর জন্য মহিলাদেরও উদ্যোগ নিতে হবে, তেমন আলোচনাও চলছে সোশ্যাল মিডিয়ায়।
