AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজনীতিতে উজ্জ্বল কেরিয়ার! ভোট মিটলে বড় সিদ্ধান্ত নিচ্ছেন কঙ্গনা?

Kangana Ranaut: সম্প্রতি প্রচারে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, "রাজস্থানে যাই, বাংলায় যাই, দিল্লি চলে যাই। মণিপুরে চলে যাই, সব জায়গা থেকে এত সম্মান পাই। খুব সত্যি করে বলতে পারি একমাত্র অমিতাভ বচ্চনের পর আমিই একমাত্র মানুষ যে এত সম্মান পেয়েছে।" তাঁর এই বক্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি।

রাজনীতিতে উজ্জ্বল কেরিয়ার! ভোট মিটলে বড় সিদ্ধান্ত নিচ্ছেন কঙ্গনা?
কঙ্গনা রানাউত।
| Updated on: May 18, 2024 | 8:28 PM
Share

চলতি লোকসভা নির্বাচনে বিজেপি তারকা প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মান্ডি থেকে এবারে ভোটে দাঁড়িয়েছেন তিনি। সেলিব্রিটি হলেও রোদে পুড়ে ঘেমে নেয়ে প্রচারে কোনও ফাঁক রাখেননি তিনি। তবে প্রশ্ন হল, রাজনীতিতে নিজের কেরিয়ার পোক্ত করার জন্যই কি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিতে চলেছেন কঙ্গনা রানাওয়াত? ছেড়ে দিতে চলেছেন তাঁর এতদিনের তৈরি করা উজ্জ্বল কেরিয়ার? ঠিক এই প্রশ্নের সম্মুখীনই সম্প্রতি হতে হয়েছিল তাঁকে। উত্তর যা এল তা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি।

তাঁর কথায়, “ব্যাপারটা খুব একটা মন্দ হবে না তবে অনেক পরিচালকই আমাকে বারংবার ফোন করে বলছেন এমনটা যাতে আমি কিছুতেই না করি। ওঁরা একটাই কথা বলছেন। দয়া করে যেও না। ভাল অভিনয় করি, তবে কী আর করা যাবে?” এবারের লোকসভায় কঙ্গনা যে প্রার্থী হতে পারেন সে জল্পনা মাস কয়েক আগে থেকেই চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হয়েছে। ১৪ মে নমিনেশন জমা দিয়েছিলেন তিনি।

সম্প্রতি প্রচারে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, “রাজস্থানে যাই, বাংলায় যাই, দিল্লি চলে যাই। মণিপুরে চলে যাই, সব জায়গা থেকে এত সম্মান পাই। খুব সত্যি করে বলতে পারি একমাত্র অমিতাভ বচ্চনের পর আমিই একমাত্র মানুষ যে এত সম্মান পেয়েছে।” তাঁর এই বক্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি।