AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনেতাদের সহকারী টিমের পিছনে মোটা টাকা ব্যয়, বলিপাড়ার অন্দরে বিতর্ক

কোনও ছবির বাজেটের এক বিশাল অংশ যদি অভিনেতা অভিনেত্রীদের সহকারী টিমের পিছনে চলে যায়, তাহলে ছবির বাজেটের অনেকটাই এই খাতে চলে যায়। এই বিষয়ে সম্প্রতি মুখ খোলেন অভিজ্ঞ অভিনেতা সৌরভ শুক্লা, যিনি উদাহরণ হিসেবে কথা প্রসঙ্গে তুলে আনেন জনপ্রিয় অভিনেতা অমরেশ পুরীর কথা।

অভিনেতাদের সহকারী টিমের পিছনে মোটা টাকা ব্যয়, বলিপাড়ার অন্দরে বিতর্ক
| Edited By: | Updated on: Oct 15, 2025 | 3:37 PM
Share

বর্তমানে বলিউডে অন্যতম বিতর্কিত বা চর্চিত বিষয় হল— অভিনেতাদের বিশাল সহকারী টিমের খরচ। অর্থাৎ কোনও ছবির বাজেটের এক বিশাল অংশ যদি অভিনেতা অভিনেত্রীদের সহকারী টিমের পিছনে চলে যায়, তাহলে ছবির বাজেটের অনেকটাই এই খাতে চলে যায়। এই বিষয়ে সম্প্রতি মুখ খোলেন অভিজ্ঞ অভিনেতা সৌরভ শুক্লা, যিনি উদাহরণ হিসেবে কথা প্রসঙ্গে তুলে আনেন জনপ্রিয় অভিনেতা অমরেশ পুরীর কথা। সাম্প্রতিক সাক্ষাৎকারে সৌরভ শুক্লা বলেন, “আমার কেরিয়ারের একদম শুরুতে আমি এক বড় বাজেটের ছবিতে কাজ করছিলাম, যেখানে ছিলেন অনিল কাপুর ও অমরেশ পুরী। তখন তারকাদের মানেই ছিল, তাঁদের বিশাল সহকারী টিম থাকবে। কিন্তু অমরেশ পুরী ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তাঁর সঙ্গে দেখা হওয়ার সময় বুঝতে পারি, উনি শুধু একজন মেকআপম্যানকেই সঙ্গে রাখতেন, কোনও সেক্রেটারি বা ড্রাইভার পর্যন্ত ছিল না।”

শুক্লা আরও বলেন, “আমি একবার ওঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘আপনার কোনও স্টাফ নেই?’ উনি হেসে বলেছিলেন, ‘আমার কি মাথা খারাপ? আমি টাকা উপার্জন করব, আর সেটা দিয়ে স্টাফ রাখব? এই জন্যই তো আমি নিজেই নিজের গাড়ি চালিয়ে এখানে এসেছি।’”

সৌরভ আরও জানান, অমরেশ পুরী নিজের ছবির জন্য নায়কের থেকে সব সময় এক টাকা বেশি পারিশ্রমিক নিতেন—তা সত্ত্বেও তাঁর জীবনযাত্রা ছিল অতি সাধারণ। এই বিতর্কে সম্প্রতি পরিচালক করণ জোহর-ও মন্তব্য করেছেন। তাঁর কথায়, “আমার সমস্যা আর্থিক নয়, এটি নৈতিক সমস্যা। ফিল্মের প্রয়োজনে ট্রেনার লাগলে আমি খরচ করব, কিন্তু যদি কেউ নিজের ডায়েটিশিয়ান বা ফ্যাশন কনসালট্যান্ট চান, তবে সেটা নিজেকেই বহন করতে হবে।”

করণের মতে, প্রযোজকরা যদি এই বিষয় একজোট হয়ে সিদ্ধান্ত না নেন, তবে এই খরচ একসময় ইন্ডাস্ট্রির ভারসাম্য নষ্ট করে দেবে।