AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পোশাক ছাড়া নিজের শরীর দেখলে ঘৃণা হয়’, করণ জোহরের স্বীকারোক্তি

করণের বক্তব্য, ''আমি নিজেকে পোশাক ছাড়া দেখতেই পারি না। দেখলে ঘেন্না হয়। তা-ও এখন অবস্থা কিছুটা ভালো। কারণ এখন আমার শরীর তুলনায় ভালো। আসলে আমার বডি ডিসমরফিয়া আছে। এটা সেই অবস্থা যখন, নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। লজ্জা লাগে। আমার এখনও নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। আমার শরীরের ধরন নিয়ে নানা ইস্যু আছে।''

'পোশাক ছাড়া নিজের শরীর দেখলে ঘৃণা হয়', করণ জোহরের স্বীকারোক্তি
| Edited By: | Updated on: May 20, 2025 | 8:49 AM
Share

নিজেকে পোশাক ছাড়া দেখলে প্রযোজক-পরিচালক করণ জোহরের ঘৃণা হয়। কারণ তাঁর শরীর যেরকম সেটা নিজেরই পছন্দ নয়। সম্প্রতি একটা সাক্ষাত্‍কারে এই সত্যি সামনে এনেছেন করণ। বডি ডিসমরফিয়া বলা যায় এই ধরনের সমস্যাকে।

করণের বক্তব্য, ”আমি নিজেকে পোশাক ছাড়া দেখতেই পারি না। দেখলে ঘেন্না হয়। তা-ও এখন অবস্থা কিছুটা ভালো। কারণ এখন আমার শরীর তুলনায় ভালো। আসলে আমার বডি ডিসমরফিয়া আছে। এটা সেই অবস্থা যখন, নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। লজ্জা লাগে। আমার এখনও নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। আমার শরীরের ধরন নিয়ে নানা ইস্যু আছে।”

করণের এমন মন্তব্য সামনে আসার পর তাঁর অনুরাগীরা অবাক হয়েছেন। একজন লিখেছেন, ”বলিউডের অন্যতম ওয়েল ড্রেসড প্রযোজক-পরিচালক আপনি। আপনার পোশাক, জুতো, ব্যাগ সব কিছুর কালেকশন নিয়ে নিয়মিত চর্চা হয়। আমাদের ধারণা ছিল, নিজের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী। তাই সুন্দর করে সেজে সকলের সামনে আসেন। আসলে যে সাজের পিছনে আপনার শরীর সংক্রান্ত নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখার চেষ্টা আছে, সেটা আপনি না বললে জানা যেত না।” আর একজন লিখেছেন, ”বডি ডিসমরফিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। একটা বড় অংশের মানুষ আছেন, যাঁরা এই কারণে ডিপ্রেশনে ভুগতে শুরু করেন।”

এই কথার পাশাপাশি প্রেম সংক্রান্ত একটা সত্যি সামনে এনেছেন করণ। তিনি কারও প্রেমে পড়েছিলেন। কিন্তু প্রেমিক তাঁকে শুধু বন্ধু মনে করত। সেই সময়ে করণ একতরফা প্রেমের গুরুত্ব বোঝেন। তারপর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটা তিনি তৈরি করেছেন। এই ছবি যে তাঁর জীবনের প্রেমের অভিজ্ঞতার ফসল, তা আর গোপন রাখেননি পরিচালক।